এক ঝলক (১৯ নভেম্বর, ২০২০)

১ / ১১
শীত পড়তে শুরু করেছে, বাড়ছে কম্বলের চাহিদা। প্রতিটি শাড়ি-লুঙ্গির দোকানে মৌসুমি পণ্য হিসেবে এখন শোভা পাচ্ছে শীতের কম্বল। আওরঙ্গজেব সড়ক, পাবনা, ১৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১১
সরকারের পক্ষ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করা হয়েছে। কিন্তু বাসের টিকিট বিক্রির কাউন্টারে থাকা ব্যক্তিরা মাস্ক ছাড়াই সেবা দিচ্ছেন। চরকাউয়া, বরিশাল, ১৯ নভেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১১
বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কুমারগাঁও, সিলেট, ১৯ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১১
শীতের সকালে প্রকৃতির রূপ। এক জেলে রাতভর কাপ্তাই হ্রদে মাছ শিকার শেষে সকালে বাড়ি ফিরছেন। আসামবস্তি, রাঙামাটি, ১৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
কাপ্তাই লেকে ভ্রমণের জন্য পর্যটকদের আকর্ষণ হাউসবোট। রাঙামাটিতে মাত্র একটি হাউসবোট হওয়ায় সব সময় বুকিং থাকে। দুদিন চার থেকে ছয়জন লোকের থাকা-খাওয়ার ভাড়া বাবদ গুনতে হয় ৩০ হাজার টাকা। আসামবস্তি, রাঙামাটি, ১৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
পাহাড়ে শীত বাড়ছে, কুয়াশার মধ্যে দুই নারী সাইকেলে চড়ে কর্মস্থলে বেরিয়েছেন। আপারপেরাছড়া, খাগড়াছড়ি, ১৯ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৭ / ১১
হাসপাতালপাড়া-চৌংড়াছড়িমুখ সড়কে চেঙ্গি শাখা নদী পারাপারের সেতুটি ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন। চৌংড়াছড়িমুখ, খাগড়াছড়ি, ১৯ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৮ / ১১
ভোরের প্রথম আলো প্রকৃতির শোভা বাড়িয়েছে। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ১১
ধানবোঝাই ভটভটি উল্টে সাতজন নিহত হয়েছেন, উপজেলার বারিকবাজার এলাকায় পানিতে উল্টে থাকা যানটি। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ১৯ নভেম্বর
ছবি: প্রথম আলো
১০ / ১১
দেশি পেঁয়াজের দাম কমে যাওয়ায় টিসিবির আমদানি করা মিসরের পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে না। ক্রেতাহীন অবস্থায় সচিবালয় সড়কে টিসিবির ডিলার খোরশেদ আলম ও তাঁর কর্মীরা অলস সময় পার করছেন। ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১১
রাজধানীর তোপখানা রোড এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় পথচারীদের সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ ও কিছু ক্ষেত্রে জরিমানা করেন। ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার