এক ঝলক (২২ নভেম্বর, ২০২১)

১ / ১৬
পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তাই সিলেট থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ। ফলে দুর্ভোগে যাত্রীরা। হ‌ুমায়ূন রসিদ চত্বর এলাকা, সিলেট, ২২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
পঞ্চগড়ে বাড়ছে কুয়াশা, থেমে নেই কর্মজীবীদের জীবন। ডুডুমারী এলাকা, পঞ্চগড়, ২২ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
৩ / ১৬
কালীগঙ্গা নদীতে বাঁশ দিয়ে মাছের আধার তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। আর সাধারণ জেলেরাও করতে পারছেন না মাছ শিকার। খাবাশপুর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২২ নভেম্বর
ছবি: আবদুল মোমিন
৪ / ১৬
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। ঢাকা, ২২ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাস
৫ / ১৬
সুরমা নদীতে নেই স্রোত। মাঝনদীতে জাল ফেলেছেন দুই মৎস্যজীবী। কিনব্রিজ এলাকা, সিলেট, ২২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
পাখির নাম আবাবিল। কীটপতঙ্গ এদের প্রধান খাবার, এরা উড়ন্ত অবস্থায় পতঙ্গ শিকার করে। দলবদ্ধভাবে শিকার খোঁজে। নদী, বিল, হাওর-বাঁওড় কিংবা বালুচরে এদের দেখা যায় বেশি। চর আশুতোষপুর, পাবনা, ২১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
মাটির তৈরি শিশুদের খেলনা ও গৃহসজ্জার বিভিন্ন শৌখিন সরঞ্জাম বানানোর পর তাতে রং করছেন করুণা পাল। সোনারগাঁ জাদুঘর এলাকা, নারায়ণগঞ্জ, ২১ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৬
শীতের সকালে খেজুরের রস সংগ্রহ করে ফিরছেন দুই গাছি। আটঘরিয়া উপজেলার দেবোত্তর এলাকা, পাবনা, ২১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
শীত আসছে, পানি কমতে শুরু করেছে পাবনার বিস্তৃত চলনবিলের বিলগুলোতে। ফলে বিলে বাড়ছে শৌখিন মৎস্য শিকারিদের আনাগোনা। রুহুলবিল, ভাঙ্গুরা উপজেলার, পাবনা, ২১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৬
শারীরিক প্রতিবন্ধী ওমর আলী মল্লিকের জমি প্রতারণার মাধ্যমে দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর শাহিন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজন। উপজেলা পরিষদ চত্বর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ নভেম্বর।
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৬
সন্ধ্যা নামার পরই টের পাওয়া যায় শীতের আমেজ। কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতল ও কাগজ জ্বালিয়ে শরীর গরমের প্রচেষ্টায় পথশিশুরা। গোর-এ-শহীদ ময়দানের পূর্ব প্রান্ত, দিনাজপুর, ২১ নভেম্বর।
ছবি: রাজিউল ইসলাম
১২ / ১৬
জমির আল দিয়ে স্কুলের দিকে যাত্রা। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২২ নভেম্বর।
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
১২০ শতক জমিতে ৬০ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছেন কৃষক ফারুক মিয়া। প্রতি কেজি খিরা পাইকারি ২০ টাকায় বিক্রি করছেন তিনি। মালাখালা গ্রাম, দাউদকান্দি, কুমিল্লা, ২২ নভেম্বর।
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৬
নতুন ধান মাড়াই শেষে স্তূপ করে রাখছেন এক কৃষক। মাথাইল চাপড় গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ নভেম্বর।
ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
পেশায় মৎস্যজীবী জালাল শেখ। লেকের পানিতে ভাসমান পদ্ধতিতে লালশাকের চাষ করেছেন। খরচ পড়েছে ৬০০ টাকা। এর মধ্যেই শাকগুলো বিক্রির উপযোগী হয়েছে। সেগুলো চার হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা জালালের। টেপাখোলা লেক, ফরিদপুর শহর, ২২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৬
একটি বাসের চালকের সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে মোহাম্মদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থী। একপর্যায়ে শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা ২২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন