এক ঝলক ২১ মার্চ, ২০২১

১ / ২৫
খাবারের সন্ধানে এদিক–সেদিক ঘুরছে বামুনি কাঠশালিক পাখিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, সাম্প্রতিক ছবি
ছবি: হাসান মাহমুদ
২ / ২৫
দাউদকান্দি উপজেলার শহীদনগর গ্রামে বাজারজাতকরণের জন্য খেত থেকে টমেটো সংগ্রহ করা হচ্ছে। কুমিল্লা, ২১ মার্চ
ছবি: প্রথম আলো
৩ / ২৫
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে মাস্ক না পরে ভ্রমণ করছে মানুষ। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২০ মার্চ
ছবি: জুয়েল শীল
৪ / ২৫
মাস্ক না পরে ঘোরাঘুরি করায় পর্যটকদের জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ২০ মার্চ
ছবি: জুয়েল শীল
৫ / ২৫
বছরের পর বছর এভাবে পানির জন্য অপেক্ষা করতে হয় লালখানবাজার এলাকার পোড়া বস্তির মানুষগুলোকে। সেখানকার বাসিন্দা লুৎফা বেগম বলেন, ‘তিন ধরে এখানে পানি নেই। লাইন আগে পাওয়ার জন্য খালি কলসি এখানে তিন দিন ধরে বসিয়ে রেখেছি। এখানে তিন কলসি পানির দাম দিতে হয় ৮০ টাকা।’ লালখান বাজার, চট্টগ্রাম, ২১ মার্চ
ছবি: জুয়েল শীল
৬ / ২৫
গাছপালায় ভরা সবুজ বনাঞ্চল। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকা। রাঙামাটি, ২০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
গাইবান্ধার মানস নদে পারাপারে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। নিরাপদে পারাপারের জন্য সেখানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। কারীরবাজার এলাকা, গাইবান্ধা, ২০ মার্চ
ছবি: প্রথম আলো
৮ / ২৫
ট্রলারে তোলা হচ্ছে কাগজের তৈরি পুরোনো বাক্সের বান্ডিল। এসব বাক্স নিয়ে যাওয়া হবে ঢাকার কাঁচপুর এলাকায়। সেখানে এগুলো দিয়ে মণ্ড বানিয়ে আবার বাক্স তৈরি করা হবে। ভাঙারির দোকান থেকে ট্রলারে ওঠানো পর্যন্ত প্রতি বান্ডিলে শ্রমিকেরা মজুরি পান ৩৫ টাকা। পোর্ট রোড এলাকা, বরিশাল, ২০ মার্চ
ছবি: সাইয়ান
৯ / ২৫
ফরিদপুর মধুখালীর মাছকান্দি এলাকায় সকাল সোয়া সাতটায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। এ ঘটনায় ৭ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়ক, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৫
করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে মুগদা জেনারেল হাসপাতালের সামনে মানুষের দীর্ঘ লাইন। ঢাকা, ২১ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ২৫
রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়। জাতীয় প্রেসক্লাব, ২১ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২৫
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণের সচেতনতার লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। শাহবাগ, ২১ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৩ / ২৫
করোনা পরীক্ষার জন্য গাদাগাদি করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বিদেশগামী যাত্রীসহ সাধারণ মানুষকে। স্বাস্থ্যবিধি এখানে হারিয়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ২১ মার্চ
ছবি: জুয়েল শীল
১৪ / ২৫
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ আজ রংপুর নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারী জেলার তিস্তা ব্যারেজে গিয়ে শেষ হয়। কাচারিবাজার এলাকা, রংপুর, ২১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে জেলা পুলিশের আয়োজনে ঢাকাগামী যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। রাজবাড়ী, ২১ মার্চ
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২৫
খুলনায় আবারও বেড়েছে করোনার সংক্রমণ। পরীক্ষা করার পরিমাণও বেড়েছে। বেলা ১২টা পর্যন্ত খুলনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬৩ জন করোনা পরীক্ষা করাতে এসেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৫
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে এভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে কয়েকটি গাড়ি একসঙ্গে পার হয়। এ সময় সেতুটি দুলতে থাকে। খাগড়াছড়ি, দীঘিনালা, ২১ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
১৮ / ২৫
নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি পরিবহনের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। জিইসি মোড়, চট্টগ্রাম, ২১ মার্চ
ছবি: জুয়েল শীল
১৯ / ২৫
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ করোনা থেকে নিস্তার পেতে গণসচেতনতামূলক মাস্ক পরিধান ও গাড়িতে স্টিকার লাগানোর আয়োজন করে। শিববাড়ি মোড়, খুলনা শহর, ২১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৫
দীর্ঘ অনাবৃষ্টির কারণে পাহাড়ি ছড়াগুলোর পানি শুকিয়ে গেছে। পাহাড়ের ঝিরি থেকে ফোঁটা ফোঁটা পানি বুনো পাতা বিছিয়ে পাত্রে ভরে নিচ্ছেন জুমচাষি প্রতিময় চাকমা। সাপছড়ি ফুরমোন পাড়া এলাকা, রাঙামাটি, ২১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৫
চৈত্রের তপ্ত দুপুরে হাঁপিয়ে ওঠা গরুগুলো বিলের পানিতে মেটাচ্ছে তৃষ্ণা। দামারি হাওর, গোয়াইনঘাট উপজেলা, সিলেট, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৫
পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ভারী যান চলাচলে নিষেধ থাকলেও সেগুলো চলাচল করছে নিয়মিতই। ঢাকা, ২১ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
২৩ / ২৫
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘একদল ফিনিক্স’ আয়োজন করে ‘মানুষের জন্য কবিতা’ অনুষ্ঠান। সেখানে কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা। সিলেট, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
সড়ক দুর্ঘটনায় সন্তান জুয়েলকে হারিয়ে মা জায়রন বেগমের আহাজারি। ফরিদপুর মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় আজ সকালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জুয়েলসহ সাতজন নিহত হয়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
সড়কের দুদিকেই চলছে যানবাহন। ঝুঁকি জেনেও গরমে ক্লান্ত হয়ে সড়ক বিভাজকের ওপর কোলের শিশু ইয়াসিনকে নিয়ে ঘুমাচ্ছেন মা রাখি। বঙ্গভবন এলাকা, ঢাকা, ২১ মার্চ
ছবি: আশরাফুল আলম