সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণভিত্তিক সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি কার্যালয়, ধানমন্ডি, ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ১৮
টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। তবে পাওয়া যাচ্ছে শুধু ডাল। দেওয়ানহাট এলাকা, চট্টগ্রামছবি: জুয়েল শীল
৩ / ১৮
পদ্মার পাড়ে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। চলছে তারই প্রস্তুতি। উত্সবের আয়োজন করেছে ফরিদপুর সিটি অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠান। গোয়ালচামট, ফরিদপুর, ২৩ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
মাঠ থেকে সদ্য কাটা হয়েছে আমন ধান। সেখানে ঘাস খাওয়ানোর জন্য মহিষ নিয়ে এসেছেন এক ব্যক্তি। মুক্তিরচক এলাকা, সিলেট, ২৩ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
২৫ ডিসেম্বর বড়দিন। এ উপলক্ষে নগরের বিভিন্ন চার্চগুলোতে চলছে ধোয়ামোছা ও প্রস্তুতির কাজ। সাজানো হয়েছে বিভিন্ন অংশ। ক্যাথেড্রাল চার্চ, সদর রোড, বরিশাল নগর, ২৩ ডিসেম্বরছবি: সাইয়ান
৬ / ১৮
অষ্টম শ্রেণিপড়ুয়া বড় মেয়েকে ব্যাটারিচালিত মোটরসাইকেল চালানো শেখাচ্ছেন গৃহিণী নারগিস পারভিন। এই মোটরসাইকেলে করে দুই মেয়েকে প্রতিদিন স্কুলে পৌঁছে দেন তিনি। রংপুর জিলা স্কুল মাঠ, রংপুর, ২৩ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
কুয়াশাঢাকা সকালে কাজের খোঁজে বের হয়েছেন একদল শ্রমিক। সঙ্গে কাজের সরঞ্জামাদি। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া, ২৩ ডিসেম্বরছবি: সোয়েল রানা
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের মধ্যে খুলনার পাঁচটি পাটকলের শ্রমিকদের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি করেন পাটকলশ্রমিকেরা। খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মসূচি চলে। এ সময় খুলনা-যশোর মহাসড়কে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট হয়। নতুন রাস্তা মোড়, খুলনা, ২৩ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যে জীবিকার তাগিদে বের হয়েছেন দিনমজুরেরা। কাপড়া, ফরিদপুর, ২৩ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
কুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই ঘাটে আটকা পড়েছে দুই হাজারের মতো যানবাহন। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পেছনে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় আটকে থাকা যানবাহন ও যাত্রীরা। গোয়ালন্দ, ২৩ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
সড়কে যানজট থাকায় ফুটপাত দিয়েই মোটরসাইকেল চালাচ্ছেন এক চালক। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২৩ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ১৮
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ–প্রতিরোধ–প্রতিকারের পথ অনুসন্ধানে বরগুনার তালতলীতে প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কন্যাশিশুদের নিয়ে সাইকেল শোভাযাত্রা বের করা হয়। তালতলী, বরগুনা, ২৩ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৬ / ১৮
রংপুরে প্রচণ্ড ঠান্ডা। তাই ফুটপাতে পুরোনো গরম কাপড়ের অস্থায়ী দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৩ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
প্রতিদিন চট্টগ্রাম নগরের কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা। সেসব কেন্দ্রে টিকা দিতে ভিড় করছে বিভিন্ন বয়সের স্কুলশিক্ষার্থীরা। মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল, লালখান বাজার, চট্টগ্রাম নগর, ২৩ ডিসেম্বরছবি: সৌরভ দাশ
১৮ / ১৮
চিড়িয়াখানায় পশুপ্রাণী দেখার ফাঁকে শিশুদের খেলার জন্য রাখা আছে কিছু রাইড। সেখানে খেলায় মেতেছে কোমলমতি শিশুরা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: জাহিদুল করিম