মহামারির মধ্যে গত বছরের এই সময়ে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে বেশ উদাসীন ছিলেন খেটে খাওয়া মানুষ। তবে বছর পেরিয়ে আবার সংক্রমণ বাড়তে থাকায় সচেতনতা ফেরার চিত্রও দেখা যাচ্ছে। কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ থেকে মানিকগঞ্জগামী শ্রমিকেরাও মাস্ক পরে ভ্রমণ করছেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাবনা, ২৩ মার্চছবি: হাসান মাহমুদ
২ / ২৪
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় করিম জুট স্পিনার্সে দুটি গুদামে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস তা নেভায়। ফরিদপুর, ২৩ মার্চছবি: আলীমুজ্জামান
৩ / ২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রত্যাখ্যান করে নগরের অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ দেখায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বরিশাল, ২৩ মার্চছবি: সাইয়ান
৪ / ২৪
করোনা সংক্রমণ প্রতিদিন বাড়লেও মানুষের মধ্যে সচেতনতা ফেরেনি। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, বেশির ভাগ মানুষের মুখে মাস্কও থাকছে না। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ২৩ মার্চছবি: আনিস মাহমুদ
৫ / ২৪
রংপুরে মহানগর ট্রাফিক পুলিশ নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কর্মসূচি পালন করে। জেলা কারাগার এলাকা, রংপুর, ২৩ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ২৪
গ্যাস না থাকায় চুলা জ্বলেনি। তাই মিরপুরের খাবার দোকানে ছিল ক্রেতার চাপ। ঢাকা, ২৩ মার্চছবি: প্রথম আলো
করোনার প্রভাবে ব্যবসায়িক মন্দা কাটাতে মঙ্গলবার সকালে ছুটির দিনেও এলিফ্যান্ট রোডে কিছু দোকান খুলেছিল। কিন্তু বিকেল পর্যন্ত ক্রেতার দেখা মেলেনি এই বিক্রেতার। ঢাকা, ২৩ মার্চছবি: সাইফুল ইসলাম
প্রগতিশীল ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করতে গেলে ছাত্রলীগের হামলার মুখে পড়ে। ঢাকা, ২৩ মার্চছবি: সাজিদ হোসেন
১৩ / ২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ২৩ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৪
প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গতকাল দেশের সর্বাধিক তাপমাত্রা ছিল যশোরে। ভ্যাপসা গরমে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। পুকুরে নেমে স্বস্তি খোঁজে এক শিশু। নাজির শংকরপুর, যশোর, ২২ মার্চছবি: এহসান-উদ-দৌলা
১৫ / ২৪
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৩ মার্চছবি: পিআইডি
রাজধানীতে মশার উৎপাত বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মশারির চাহিদা । মান ও আকার ভেদে খুচরা ১৫০ টাকা থেকে ৫০০ টাকা দামের মশারি বিক্রি করে থাকেন এই বিক্রেতা। কারওয়ান বাজার, ঢাকা, ২২ মার্চছবি: আশরাফুল আলম
১৮ / ২৪
খোলা আকাশের নিচে রাত কাটিয়ে সকাল হতেই পোড়া ভিটায় ছাউনি টানানোর তোড়জোড় শুরু করেছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা। বালুখালী রোহিঙ্গা শিবির, উখিয়া, কক্সবাজার, ২৩ মার্চছবি: গিয়াস উদ্দীন
১৯ / ২৪
কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ঝুঁকি নিয়ে ভবনের রঙের কাজ করছেন শ্রমিকেরা। এতে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা। শিশু একাডেমি এলাকা, চট্টগ্রাম, ২২ মার্চছবি: জুয়েল শীল
২০ / ২৪
বাজারে আসতে শুরু করেছে তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলনও ভালো হয়েছে। আকার ও মান অনুসারে ১০ থেকে ৫০ টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। কোতোয়ালি এলাকা, চট্টগ্রাম, ২২ মার্চছবি: সৌরভ দাশ
২১ / ২৪
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরে ভয়াবহ আগুন লাগার পর খুঁটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনায় ৯ হাজারের বেশি ঘর পুড়ে গেছে। কক্সবাজার, ২৩ মার্চছবি: গিয়াস উদ্দীন
২২ / ২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৩ মার্চছবি: সাজিদ হোসেন
২৩ / ২৪
রাজধানীর বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে গ্যাসসংকট। তাই বাসিন্দারা খাবারের জন্য হোটেলগুলোতে ভিড় করছেন। শেখের টেক, মোহাম্মদপুর, ২৩ মার্চছবি: প্রথম আলো
২৪ / ২৪
কুমিল্লা নগরের রামঘাট এলাকায় একটি বহুতল ভবনের ফোকরে বাসা বাঁধার চেষ্টা করছে সবুজ টিয়া পাখিগুলো। কুমিল্লা, ২৩ মার্চছবি: এম সাদেক