ঘাট ও ফেরিস্বল্পতা ছাড়াও অতিরিক্ত গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার লম্বা গাড়ির লাইন। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মার্চছবি: এম রাশেদুল হক
৬ / ১০
গণটিকার ২য় ডোজসহ শিশুদের টিকা নিতে ভিড় করে সাধারণ মানুষ। এসময় তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করায় শিশুসহ আহত হয় অনেকে। নগর স্বাস্থ্য ভবন, খুলনা, ২৮ মার্চছবি: সাদ্দাম হোসেন
৭ / ১০
ঢাকার মিরপুরে ছুরিকাঘাতে খুন দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মরদেহ আসার পরে নিজ বাড়ি মা বুলবুলি বেগমের আহাজারি। রংপুর নগরের ভগি বালাপাড়ায়, ২৮ মার্চছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
তীব্র গরমে পদ্মা নদীর শীতল হতে দূরন্তপনায় মেতেছে শিশুরা। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মার্চছবি: এম রাশেদুল হক
৯ / ১০
মাছ শিকারে যন্ত্র (স্থানীয় ভাবে বাইর বলা হয়) কিনতে বাজারে কিনতে ভিড় করেছেন ক্রেতারা। নালিতাবাড়ী বাজার, ময়মনসিংহ, ২৮ মার্চছবি: আবদুল মান্নান
১০ / ১০
লোকালয় ঘেষা ডঙরবিল এখন পাতি সরালি পাখি আবাসস্থল। কখনো দলবেঁধে বসে আছে আবার কখন ডানা মিলে উড়ে এই পাখি। আকন্দপাড়া, ডঙর- বিল, গাবতলী, বগুড়া, ২৮ মার্চছবি: সোয়েল রানা