এক ঝলক (২৯ ডিসেম্বর, ২০২১)

১ / ২০
গ্রামবাংলার জনপ্রিয় খেলা ইচিং বিচিং আজকাল খুব একটা দেখা যায় না। বগুড়ার গাবতলী উপজেলার মধ্যক্যাতুলি গ্রামে দেখা মিলল উচ্চতা অতিক্রম করার এ খেলার। গাবতলী, বগুড়া, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ২০
রাজশাহী পবা উপজেলার চরমাঝারদিয়া থেকে আবাদ করা টমেটো নিয়ে আসা হচ্ছে রাজশাহী নগরের কোটবাজারে। ২৯ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৩ / ২০
পাহাড়ে উৎপাদিত কমলা বনরুপা সাপ্তাহিক হাটে বিক্রি করতে নিয়ে এসেছেন বাগানিরা। রাঙামাটি সদর উপজেলা, রাঙামাটি, ২৯ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
রংপুরে শৈত্যপ্রবাহে মানুষ জবুথবু। সকাল থেকে সূর্যের দেখাও নেই, আকাশ মেঘলা, এমন বৈরী আবহাওয়ায় আলুর জমিতে নিড়ানি দিচ্ছেন একদল নারী শ্রমিক। হারাটি, শহরতলি, ২৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
বন্দুকভাঙা ইউনিয়নের ক্ষারিক্ষ্যং এলাকা থেকে নৌপথে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাঙামাটি, ২৯ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
শর্ষে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। দিঘি, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২৯ ডিসেম্বর
ছবি: আব্দুল মোমিন
৭ / ২০
শীতকালে অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর এলাকা। কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৮ / ২০
কনকনে শীত আর বাতাসের মধ্যে কাজে ছুটছেন মানুষ। বুড়াইল, শহরতলি, রংপুর, ২৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
রাজবাড়ীর গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় পেঁয়াজের চারার হাট। এটি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে পেঁয়াজের চারার অন্যতম বড় হাট। ফরিদপুর, ২৯ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ২০
চট্টগ্রামের সন্দ্বীপে করোনার বুস্টার ডোজ টিকা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুল করিম। হারামিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, সন্দ্বীপ, চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১১ / ২০
রবিশস্য রোপণের জন্য বীজতলা তৈরির কাজে ব্যস্ত এক কৃষক। মন্ডলধরন গ্রাম, বগুড়া সদর, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার
ছবি: প্রথম আলো
১৩ / ২০
ট্রেন আসার সংকেত পাওয়ার পর গেটম্যান নিরাপত্তাবেষ্টনী ফেলার পরও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন লোকজন। ১ নম্বর রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ২৯ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ।
১৪ / ২০
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও ৮ দফা দাবিতে বগুড়ার রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন। সাতমাথা, বগুড়া শহর, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ২০
ঘূর্ণিঝড়ের কারণে চলতি বছর বিলম্বে আলু রোপণ শুরু হয়েছে। মাঠের পর মাঠ চলছে আলু রোপণ। দাউদকান্দি, কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২০
কাজের ফাঁকে একটু অবসরে ভ্যানের ওপর লুডু খেলায় মেতেছেন শ্রমিকেরা। শমশেরনগর, মৌলভীবাজার, ২৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৭ / ২০
কৃষির পাশাপাশি শিল্পায়নের ছোঁয়া লেগেছে পাবনায়। বিসিক শিল্প এলাকা, পাবনা, ২৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশের একাংশ। বেগমগঞ্জ, নোয়াখালী, ২৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৯ / ২০
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের ঘোষিত নারী ও শিশুদের পৃথক এলাকা। কক্সবাজার, ২৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২০ / ২০
শ্রীমঙ্গলে স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৯ ডিসেম্বর
ছবি: শিমুল তরফদার