গ্রামবাংলার জনপ্রিয় খেলা ইচিং বিচিং আজকাল খুব একটা দেখা যায় না। বগুড়ার গাবতলী উপজেলার মধ্যক্যাতুলি গ্রামে দেখা মিলল উচ্চতা অতিক্রম করার এ খেলার। গাবতলী, বগুড়া, ২৯ ডিসেম্বরছবি: সোয়েল রানা
২ / ২০
রাজশাহী পবা উপজেলার চরমাঝারদিয়া থেকে আবাদ করা টমেটো নিয়ে আসা হচ্ছে রাজশাহী নগরের কোটবাজারে। ২৯ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম
৩ / ২০
পাহাড়ে উৎপাদিত কমলা বনরুপা সাপ্তাহিক হাটে বিক্রি করতে নিয়ে এসেছেন বাগানিরা। রাঙামাটি সদর উপজেলা, রাঙামাটি, ২৯ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
রংপুরে শৈত্যপ্রবাহে মানুষ জবুথবু। সকাল থেকে সূর্যের দেখাও নেই, আকাশ মেঘলা, এমন বৈরী আবহাওয়ায় আলুর জমিতে নিড়ানি দিচ্ছেন একদল নারী শ্রমিক। হারাটি, শহরতলি, ২৯ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
বন্দুকভাঙা ইউনিয়নের ক্ষারিক্ষ্যং এলাকা থেকে নৌপথে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাঙামাটি, ২৯ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
শীতকালে অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চম্পকনগর এলাকা। কুমিল্লা, ২৯ ডিসেম্বরছবি: এম সাদেক
৮ / ২০
কনকনে শীত আর বাতাসের মধ্যে কাজে ছুটছেন মানুষ। বুড়াইল, শহরতলি, রংপুর, ২৯ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
রাজবাড়ীর গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় পেঁয়াজের চারার হাট। এটি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে পেঁয়াজের চারার অন্যতম বড় হাট। ফরিদপুর, ২৯ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক