এক ঝলক (৮ আগস্ট, ২০২১)

১ / ৩১
দেশব্যাপী করোনার সম্প্রসারিত টিকাদানের দ্বিতীয় দিন চলছে আজ রোববার। টিকা নিতে রাজধানীর তাঁতীবাজার এলাকার ৩৬ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয় কেন্দ্রে মানুষের ভিড়। ঢাকা, ৮ আগস্ট
ছবি: দীপু মালাকার
২ / ৩১
সকাল সকাল ঝুড়ি-কোদাল নিয়ে কাজের সন্ধানে জড়ো হয়েছেন দিনমজুরেরা। আলীপুর, ফরিদপুর, ৮ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৩ / ৩১
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অম্বিকা ময়দান, ফরিদপুর, ৮ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৪ / ৩১
টানা বর্ষণে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের প্রায় ৫০ ফুট সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে অরক্ষিত হয়ে পড়েছে কলেজটির নিরাপত্তা। দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ৩১
টিকা নিতে কেন্দ্রের সামনে মানুষের ভিড়। সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ, ৮ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৬ / ৩১
জমিতে ট্রাক্টর দিয়ে চলছে হালচাষ। এ সময় কাদামাটি থেকে বেরিয়ে আসা ছোট মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে শিশুরা। জগন্নাথপুর, ঠাকুরগাঁও, ৮ আগস্ট
ছবি: মজিবর রহমান খান
৭ / ৩১
ভারী বর্ষণে সড়কে জমেছে পানি। দুর্ঘটনা এড়াতে ভাঙা স্থানে রাখা হয়েছে ডালপালা। মাসদাইর তালা ফ্যাক্টরি, নারায়ণগঞ্জ, ৮ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৮ / ৩১
এবার পাটের আবাদ হয়েছে ভালোই। খেতে পাট কাটতে ব্যস্ত এক কৃষক। দিঘী, সদর উপজেলা, মানিকগঞ্জ , ৮ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
৯ / ৩১
বৃষ্টিতে ভিজেই মাঠে আমনের চারা রোপণ করছেন এক কৃষক। বেড়েরবাড়ি গ্রাম, ধুনট, বগুড়া, ৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ৩১
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই সিলেট নগরে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। সিটি পয়েন্ট, সিলেট নগর, ৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১১ / ৩১
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে এখনো ঢাকাগামী মানুষের ভিড় কমেনি। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী মানুষ দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটে নামছেন। ৮ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১২ / ৩১
সাধারণত পুরান ঢাকায় চললেও করোনার কারণে রাজধানীতে ফাঁকা সড়কে ঘোড়ার গাড়ি টমটম ছুটে চলে যাত্রী নিয়ে। রমনা, ঢাকা, ৮ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ৩১
কঠোর বিধিনিষেধের মধ্যে সড়কে পুলিশের তল্লাশি। গাবতলী, ঢাকা, ৮ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ৩১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পরও রোগী ভর্তি না নেওয়াতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হাসপাতালের সিঁড়িতে অপেক্ষা করতে দেখা যায় চাঁদপুরের মতলব থেকে আসা হাজী জুলফিকার হোসেনকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল, মিন্টো রোড, ঢাকা, ৮ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৫ / ৩১
ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনে মিজান ময়দানে টিকার জন্য মানুষের অপেক্ষা। ফেনী, ৮ আগস্ট
ছবি: আবু তাহের
১৬ / ৩১
এখনো ঝুঁকি নিয়ে পিকআপে চড়ে রাজধানীসহ দেশের নানা স্থানের কর্মস্থলে ফিরছেন পোশাকশ্রমিকসহ নানা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। ধর্মদাস, রংপুর, ৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ৩১
রংপুরে তাজহাট এলাকায় বক্ষব্যাধি হাসপাতাল বেহাল। ওয়ার্ডগুলো জরাজীর্ণ অবস্থায় ফাঁকা পড়ে আছে। তাজহাট, রংপুর, ৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ৩১
রাজবাড়ীতে শহরের গোদারবাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন থামছে না। শনিবার বিকেলে সোনাকান্দর গ্রামের মৌলভীঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। শহর রক্ষা বাঁধ সুরক্ষার জন্য স্থায়ীভাবে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক ধসে গেছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে। মৌলভীঘাট, সোনাকান্দর, রাজবাড়ী, ৮ আগস্ট
ছবি: এজাজ আহম্মেদ
১৯ / ৩১
করোনাকালের শুরু থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে সিলেট নগরের টিলাগড় এলাকায় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিড়িয়াখানায়। কোলাহলহীন পরিবেশে নিজের মতো করে সময় কাটাচ্ছে সেখানে থাকা জেব্রা দুটি। সিলেট, ৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২০ / ৩১
পাবনার চাটমোহরে মথুরাপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ছোটবিল এলাকা থেকে একটা মোছো বাঘ উদ্ধার হয়েছে। রাতে আটকের পর সকালে ৯৯৯ নম্বরে ফোন দিলে বাঘটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কাছে হস্থান্তর করেন পুলিশ সদস্যরা। মথুরাপুর, চাটমোহর, পাবনা, ৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২১ / ৩১
পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক সাংসদ খন্দকার আজিজুল হকের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে মৌন মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন পাবনা প্রেসক্লাব ও পাবনার সাংবাদিকেরা। জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২২ / ৩১
রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল ও বরিশাল জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে ১০০টি অক্সিজেন সিলিন্ডার ও করোনা চিকিৎসায় ব্যবহৃত ঔষধ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সার্কিট হাউস প্রাঙ্গণ, বরিশাল নগর, ৮ আগস্ট
ছবি: সাইয়ান
২৩ / ৩১
দীর্ঘদিন করোনার প্রভাবে বন্ধ রয়েছে রক্ষণাবেক্ষণ। তাই বর্ষা মৌসুমে সবুজ শ্যাওলা জমে গেছে সাদা ভাস্কর্যগুলোয়। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর, ফুলার রোড, ৮ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
২৪ / ৩১
করোনাভাইরাস ও কিডনি রোগে আক্রান্ত আবদুল বাসেদ সাত দিন ধরে হাসপাতালে ভর্তি। ডায়ালাইসিসের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে অন্য ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা, ৮ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২৫ / ৩১
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদানকেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন। রাঙ্গুনিয়া, ৮ আগস্ট
ছবি: আব্বাস হোসাইন
২৬ / ৩১
দেশব্যাপী করোনার সম্প্রসারিত টিকাদানের দ্বিতীয় দিন চলছে আজ রোববার। টিকা নিতে রাজধানীর বকশিবাজার এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্রে মানুষের ভিড়। ঢাকা, ৮ আগস্ট
ছবি: দীপু মালাকার
২৭ / ৩১
ধানখেতে আগাছা পরিষ্কার করছে তুরি মেয়েরা। এরা সবাই শিক্ষার্থী। মাধাইপুর, গোমস্তাপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, ৭ আগস্ট
ছবি: আনোয়ার হোসেন
২৮ / ৩১
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরের প্রবর্তক মোড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। প্রবর্ত্তক মোড়, চট্টগ্রাম, ৮ আগস্ট
ছবি: জুয়েল শীল
২৯ / ৩১
করোনার টিকা নিতে বৃষ্টিতে ভিজে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে হচ্ছে টিকাপ্রত্যাশী ব্যক্তিদের। টিকাকেন্দ্রের গেটে ধাক্কাধাক্কি করে প্রবেশ করছেন মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৩০ / ৩১
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিধিনিষেধ ও বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হয়েছেন মানুষ। শহীদ হাদিস পার্কের সামনে, খুলনা, ৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৩১ / ৩১
রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ৩ নম্বরের বাসিন্দা আমিন উদ্দিন ও সালমা পারভিন। শিরোইল কলোনি ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে টিকা শেষ হওয়ায় তাঁরা ফিরে যাচ্ছেন। রাজশাহী, ৮ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম