পাহাড় কেটে বসতি

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের দুই পাশে আটটি পাহাড়ে এখন ঝুঁকি নিয়ে বসবাস করছে কমপক্ষে ৫০০ পরিবার। স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ বসতি নিয়ন্ত্রণ করে। পরিবেশবাদীরা বলছেন, সড়কের জন্য পাহাড় কাটার সুবিধা পেয়ে দখলদারেরা আরও বেপরোয়া হয়েছে। ফলে দিনে দিনে বেড়েছে ঝুঁকিপূর্ণ বসতি। নগরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসব বসতি উচ্ছেদ করা না হলে, এ বছর বর্ষায় ঘটতে পারে প্রাণহানি। ছবিগুলো বিভিন্ন এলাকা ঘুরে তুলেছেন সৌরভ দাশ

১ / ৮
পাহাড় কেটে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা।
২ / ৮
পাহাড়ের গা ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয় বসতি।
৩ / ৮
পাহাড়ের এক পাশ কেটে তৈরি করা বসতঘর।
৪ / ৮
বনের মাঝখানে তৈরি করা ঘর।
৫ / ৮
পাহাড়ের সঙ্গে লাগোয়া ঝুঁকিপূর্ণ বসতঘর।
৬ / ৮
পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে তৈরি বসতঘরের পাশ দিয়ে এভাবে চলাচল করে তারা।
৭ / ৮
কিছুদিন আগে হওয়া বৃষ্টিতে গড়িয়ে পড়ছে পাহাড়ের মাটি।
৮ / ৮
ভাঁজে ভাঁজে কাটা হয় পাহাড়। পরে এখানে তৈরি করা হয় বসতঘর।