বিড়াল র্যাম্প শো
রাজধানীর যমুনা ফিউচার পার্কে বেলা ১১টা থেকে দিনব্যাপী বিড়ালের এ মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে। তবে মিলনমেলায় তারা একা আসেনি, সঙ্গে তাদের পোষা বিড়ালও আছে। ‘বিড়াল র্যাম্প শো’ অনুষ্ঠানটির আয়োজন করেছেন রসায়নবিদ ও পোষ্যপ্রেমী মো. আলমগীর। র্যাম্পের পাশাপাশি থাকছে খাদক বিড়ালের প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন আয়োজন।