১ / ৭
রমজানের চাঁদ উঠেছিল আগের দিন বৃহস্পতিবার। তখন তার আশপাশে দেখা যায়নি শুক্র গ্রহটিকে।
২ / ৭
পরদিন শুক্রবার সন্ধ্যায় সূর্যাস্তের পর খালি চোখেই স্পষ্ট দেখা যায় চাঁদের নিচ থেকে গ্রহটির বেরিয়ে আসা।
৩ / ৭
প্রথম অবস্থায় যাঁরা দৃশ্যটি দেখেছেন, তাঁরা তত কাছে অবস্থান করতে দেখেছেন চাঁদ ও শুক্রকে।
৪ / ৭
বন্য প্রাণী আলোকচিত্রীরা এ ক্ষেত্রে বেশি ভালো ছবি তুলতে পেরেছেন। তাঁদের বড় টেলি লেন্স থাকার কারণে।
৫ / ৭
সময় গড়াতে দূরত্ব বাড়তে থাকে চাঁদ ও শুক্রের।
৬ / ৭
রুপালি চাঁদের নিচে জ্বলজ্বল করা তারাটি মূলত শুক্র গ্রহ।
৭ / ৭
দূরে চলে যেতে যেতে একসময় মেঘের আড়ালে হারিয়ে যায় চাঁদ। তবে সারা রাত দেখা মেলে একাকী শুক্র গ্রহটির।