মুগ্ধতা ছড়ানো সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। টেকনাফ থেকে প্রথমে মিয়ানমারের সীমান্তসংলগ্ন নাফ নদীর মোহনা, পরে বঙ্গোপসাগরের সুনীল জলরাশি পেরিয়ে যেতে হয় এই দ্বীপে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে হাজারো পর্যটককে। এবারের দোলপূর্ণিমার তিথিতে সেন্ট মার্টিনের সাগরের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছিল। ওই সময় দ্বীপটিতে তোলা কিছু ছবি নিয়ে এই আয়োজন—

১ / ৮
টেকনাফ থেকে জাহাজে চড়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের নীল জল পেরিয়ে যেতে হয় সেন্ট মার্টিন
২ / ৮
জাহাজে সেন্ট মার্টিন যেতে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে গাঙচিল
৩ / ৮
বঙ্গোপসাগরের বুকে জেলেদের মাছ ধরার নৌকা। পরে সেই মাছ বিক্রি করা হয় কক্সবাজার-টেকনাফের ঘাটে
৪ / ৮
সেন্ট মার্টিনের নীল আকাশে ঘুড়ি ওড়াতে পছন্দ করেন পর্যটকেরা
৫ / ৮
সেন্ট মার্টিনের জেটিঘাটে নোঙর করে রাখা জেলেদের নৌকা
৬ / ৮
পর্যটকদের খাওয়ার জন্য দ্বীপের বাজারে বিক্রি হয় কাঁকড়া
৭ / ৮
রুপচাঁদা, কোরাল, উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ), কালাচাঁদসহ বিভিন্ন মাছের সমাহার রয়েছে দ্বীপের বাজারে। পর্যটকেরা পছন্দমতো মাছ কিনে খেতে পারেন
৮ / ৮
নাফ নদীতে সূর্যাস্ত। সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে অস্তগামী সূর্য এভাবেই বিদায় জানাবে