রাজশাহীর সিল্ক

ত্রয়োদশ শতাব্দীতে রাজশাহী অঞ্চলে রেশম উৎপাদনের সূচনা হয়। এটি তখন বেঙ্গল সিল্ক বা গঙ্গার রেশম নামে পরিচিত ছিল। ১৯৫২ সালে পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম উৎপাদন শুরু করে। রাষ্ট্রায়ত্ত রাজশাহী সিল্ক কারখানা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭৮ সালে এটি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে হস্তান্তরিত হয়। লোকসানের মুখে একপর্যায়ে ২০০২ সালের ৩০ নভেম্বর এ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ১৬ বছরের মাথায় ২০১৮ সালের জুলাইয়ে পুনরায় এটি চালু করা হয়। রাজশাহী রেশম কারখানার তৈরি শাড়ি এবং অন্যান্য পণ্য দেশ-বিদেশে জনপ্রিয়। রেশম কারখানা ও আশপাশে তোলা ছবি।

১ / ১০
তুঁতগাছ। তুঁতগাছের পাতা রেশম বা গুটি পোকার প্রিয় খাদ্য হিসেবে পরিচিত।
২ / ১০
পাতায় পাতায় রেশম বা গুটি পোকা।
৩ / ১০
সারিতে সারিতে রেশম পোকার গুটি।
৪ / ১০
রেশম পোকার গুটি পরিচর্যা করছেন এক শ্রমিক।
৫ / ১০
রেলিংয়ে রেশম সুতার কাজ করছেন এক শ্রমিক।
৬ / ১০
এক শ্রমিক ববিনে রেশম সুতার কাজ করছেন।
৭ / ১০
মেশিনে রেশম শাড়ি তৈরি করছেন এক শ্রমিক।
৮ / ১০
এক শ্রমিক মেশিনে রেশম খাদির শাড়ি তৈরি করছেন।
৯ / ১০
রেশম শাড়িতে মোম ও রঙের কাজ করছেন এক শ্রমিক।
১০ / ১০
রেশম পণ্য বিক্রয়কেন্দ্র থেকে রেশম শাড়ির থান কিনছেন এক ক্রেতা।