দীর্ঘদিন পর হলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা

করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে। কিন্তু করোনা সংক্রমণের কারণে আড়াই বছর ধরে এলোমেলোভাবে চলছে শিক্ষাপঞ্জি। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত জুনে। কিন্তু ওই সময় সিলেটসহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর আগমুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। পরে আবার পরিকল্পনা করা হয় গত ১৭ আগস্ট এ পরীক্ষা শুরুর। কিন্তু মধ্য আগস্টে বন্যার আশঙ্কায় তা-ও পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ দেশের বিভিন্ন এলাকার প্রথম দিনের পরীক্ষাকেন্দ্রের চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ১২
কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে
ছবি: এম সাদেক
২ / ১২
কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছেন অভিভাবকেরা
ছবি: এম সাদেক
৩ / ১২
রংপুর জিলা স্কুল কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা দিতে মগ্ন পরীক্ষার্থীরা
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সঙ্গে আসা অভিভাবকের সঙ্গে হাত মিলিয়ে শুভাশীষ নিচ্ছে এক শিক্ষার্থী। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
পথে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়া করে কেন্দ্রে প্রবেশ করছে এক পরীক্ষার্থী। মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৬ / ১২
ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা। সেই পানি মাড়িয়ে ভোগান্তির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের যেতে হয়। পাবলিক কলেজ, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
পরীক্ষা শুরুর আগে দৌড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। জিলা স্কুল, বরিশাল
ছবি: সাইয়ান
৯ / ১২
কেন্দ্রে প্রবেশের পর কোন কক্ষে আসন পড়েছে, তা নোটিশ বোর্ড থেকে জেনে নিচ্ছে শিক্ষার্থীরা। রাঙামাটি শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয় কেন্দ্র
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
আইডিয়াল স্কুল ও কলেজের সামনে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। মতিঝিল
ছবি: দীপু মালাকার
১১ / ১২
ঢাকার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে সকালে পরীক্ষার আগে চোখ বুলিয়ে নিচ্ছে দুই পরীক্ষার্থী
ছবি: খালেদ সরকার
১২ / ১২
উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ফাঁকা থাকলেও আশপাশে ছিল যানজট
ছবি: খালেদ সরকার