বুদ্ধপূর্ণিমা উৎসব

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধপূর্ণিমার দিনে বৌদ্ধরা বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্র পাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। বিবিধ পূজা ও আচার-অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বান্দরবান ও চট্টগ্রামে বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উদ্‌যাপন করেন ভক্তরা।

১ / ১২
শোভাযাত্রায় একটি ট্রাকে ছিল বুদ্ধমূর্তি। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
শোভাযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুরা। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
শোভাযাত্রায় ভক্তরা। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
শোভাযাত্রায় অংশ নেওয়া এক নারী। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
বুদ্ধপূর্ণিমার শোভাযাত্রায় অংশ নিয়েছিল শিশুরাও। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
শোভাযাত্রা শেষে গৌতম বুদ্ধের মূর্তি মন্দিরে ঢোকানো হচ্ছে। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
৭ / ১২
পূজা দিয়ে গৌতম বুদ্ধকে প্রণাম করছেন এক ভক্ত। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
৮ / ১২
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ভক্তরা পূজা দিচ্ছেন। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
৯ / ১২
পূজার জন্য কেনা হচ্ছে ফুল। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১০ / ১২
সমবেত প্রার্থনায় অংশ নেন ভক্তরা। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১১ / ১২
গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে সকালে শান্তি শোভাযাত্রা করা হয়। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল
১২ / ১২
গৌতম বুদ্ধকে প্রণাম করছেন ভক্তরা। নন্দনকানন বৌদ্ধবিহার, চট্টগ্রাম, ৪ মার্চ
ছবি: জুয়েল শীল