চট্টগ্রামের শিশু নিবাসে ‘চাঁদের হাট’

কেউ চড়ছে দোলনায়। কেউবা ঘুরে বেড়াচ্ছে মাঠে। সব শিশুর মুখে হাসি। কারণ, লতাপাতা জন্মে জঙ্গলে রূপ নেওয়ার জায়গাটি এখন তাদের খেলার মাঠ। চট্টগ্রাম সরকারি শিশু নিবাসের শিশুদের জন্য মাঠটি নির্মাণে সহায়তা করেছে চট্টগ্রামের ফ্রোবেল একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। মাঠটির নাম দেওয়া হয়েছে ‘চাঁদের হাট’।

১ / ৮
চট্টগ্রাম সরকারি শিশু নিবাসের খেলার মাঠ
২ / ৮
মাঠের এক পাশে দোলনায় শিশুরা
৩ / ৮
মাঠে খেলা করছে ফ্রোবেল একাডেমির শিক্ষার্থী ও শিশু নিবাসের শিশুরা
৪ / ৮
খেলার মাঠে শিশুদের দুরন্তপনা
৫ / ৮
খেলায় মেতেছে দুই শিশু
৬ / ৮
এক টায়ার থেকে আরেক টায়ারে লাফ
৭ / ৮
মাঠে খেলছে ফ্রোবেল একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা
৮ / ৮
মাঠে ছবি তোলেন সরকারি শিশু নিবাসের শিশু এবং ফ্রোবেল একাডেমির শিক্ষক–শিক্ষার্থীরা