দুই সিটিতে ভোটের প্রস্তুতি
বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে ভোট সোমবার। এই ভোট উপলক্ষে রোববার সকাল থেকেই চলে নির্বাচনী সামগ্রী হস্তান্তরের কার্যক্রম। নির্বাচনী সামগ্রী বিতরণ এবং সেগুলো বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছে দেন পুলিশ, আনসার ও নির্বাচনী কাজে সম্পৃক্তরা। দুই সিটিতে ভোটের আগের দিনের তৎপরতার কিছু চিত্র দিয়ে ছবির গল্প।