পদ্মা পাড়ের জেলেদের জীবিকা

বিকল্প পেশা না থাকায় অধিকাংশ জেলেরা মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন। গোয়ালন্দসহ রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান নেন। পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল গোয়ালন্দে হওয়ায় বড় মাছ এখানে ধরা পড়ে। এখানে তাঁদের রান্না-খাওয়া, এখানেই তাঁদের দিনরাত্রি যাপন করতে হয়। নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকেন, কখন একটি মাছ পড়বে। ওই মাছ বিক্রি করে মহাজনের কাছ থেকে চড়া সুদে আনা টাকা পরিশোধ করতে হয়। আবার ওই টাকা দিয়ে তাঁদের সংসার চালাতে হয়। তবে বর্তমানে নদীতে পানি কমে চর জেগে ওঠায় মাছ তেমন ধরা পড়ছে না। তারপরও অপেক্ষায় প্রহর গুনছেন, যদি মাছ পাওয়া যায়। ঝড়বৃষ্টি মাথায় নিয়ে এভাবেই কেটে যাচ্ছে পদ্মা পাড়ের জেলেদের জীবন। ছবিগুলো ১৮ থেকে ২০ নভেম্বর তোলা।
১ / ৯
নদীর পাড়ে বসেই জাল মেরামত করছেন জেলেরা।
২ / ৯
নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না বলে নৌকায় আলকাতরা দিচ্ছেন এক জেলে।
৩ / ৯
নদী থেকে জাল তুলে তা নদীর পাড়েই স্তূপ করে রাখছেন জেলেরা।
৪ / ৯
নদীতে মাছ কম, তাই নদীর পাড়ে সারিবদ্ধভাবে নৌকা রেখে দিয়েছেন জেলেরা।
৫ / ৯
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছেঁড়া জাল মেরামত করছেন জেলেরা
৬ / ৯
নদীর পাড়ে জাল মেরামত করছেন জেলেরা
৭ / ৯
নৌকায় বসে দুপুরের খাবার খাচ্ছেন জেলেরা
৮ / ৯
আবার ক্লান্ত এক জেলে সেখানেই ঘুমিয়ে পড়েছেন
৯ / ৯
নৌকায় দুপুরের খাবারের পর বিশ্রাম নিচ্ছেন দুই জেলে