লেকসিটি কনকর্ডে আনন্দমেলা

রাজধানীর খিলক্ষেতের লেকসিটি কনকর্ড অ্যাপার্টমেন্ট মালিক কো–অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগিতায় প্রথম আলো দিনব্যাপী আনন্দমেলা আয়োজন করেছে। ছুটির দিন শুক্রবার সকাল থেকে এ আবাসনের বাসিন্দাদের নিয়ে শুরু হয়েছে আনন্দমেলা। এতে লেকসিটির ১৪টি ভবনের প্রায় ২ হাজার ৪০০ পরিবারের বাসিন্দারা অংশ নিচ্ছেন। সকালে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রোবটের সঙ্গে শিশুদের নৃত্য। বিস্কুট দৌড় ও মার্বেল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। এ ছাড়া রোবট শো, ড্রোন ওড়ানো, পতিত নাচ, বায়োস্কোপ দেখানো হয়।
১ / ২০
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা
২ / ২০
ছবি আঁকছে দুই শিশু
৩ / ২০
আঁকা ছবি দেখাচ্ছে এক শিশু
৪ / ২০
ছবি আঁকছে এক শিশু
৫ / ২০
শিশুরা বায়োস্কোপ দেখছে
৬ / ২০
জোকারের সঙ্গে ছবি তুলছে শিশুরা
৭ / ২০
মুঠোফোনে ছবি তুলছেন অভিভাবক
৮ / ২০
শিশুদের কবিতা আবৃত্তি
৯ / ২০
হাত–পায়ের ছাপ মেলানোর চেষ্টা করছে শিশুর
১০ / ২০
স্লিপারে খেলায় মেতেছে শিশুরা
১১ / ২০
গানের তালে নৃত্য পরিবেশন
১২ / ২০
রোবট শো চলছে
১৩ / ২০
বিস্কুট দৌড় প্রতিযোগিতা
১৪ / ২০
মার্বেল দৌড় প্রতিযোগিতা
১৫ / ২০
পুতুল নাচ দেখছে শিশু ও অভিভাবকেরা
১৬ / ২০
অভিভাবকের কাঁধে চড়ে অনুষ্ঠান দেখছে এক শিশু
১৭ / ২০
অনুষ্ঠানে অভিভাবকের সঙ্গে শিশুরা
১৮ / ২০
অনুষ্ঠানে ছবি তুলছে এক শিশু
১৯ / ২০
মজার খেলা দেখানো হচ্ছে শিশুদের
২০ / ২০
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন লেকসিটি চিলড্রেন ক্লাবের সদস্যরা