ছবি হাতে দিন কাটছে তাদের

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। আহত মানুষেরা কাঁদছেন স্বজন হারানোর বেদনায়। কেউ কেউ ছবি হাতে প্রিয়জনের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার নিখোঁজ স্বজনকে ফিরে পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন।

১ / ৬
১. সিরিয়ায় ভূমিকম্পে আহত হয়েছেন আবদুল রহমান আলি আল-মাহমুদ। বিদ্রোহী নিয়ন্ত্রিত জান্দারিস শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আছেন তিনি। ভূমিকম্পে নিজে বেঁচে গেলেও মেয়েকে বাঁচাতে পারেননি। মুঠোফোনে মেয়ের ছবি দেখাচ্ছেন আল–মাহমুদ। ৮ ফেব্রুয়ারি, ২০২৩, জান্দারিস, সিরিয়া
ছবি: রয়টার্স
২ / ৬
তুরস্কের ভূমিকম্পে ফিলিস্তিনি নাগরিক আবদেল-করিম আবু জালহুম এবং তাঁর পরিবারের সবাই মারা গেছেন। তাঁর এক আত্মীয় মুঠোফোনে আবদেল-করিম আবু জালহুমের ছবি দেখাচ্ছেন। ৮ ফেব্রুয়ারি, ২০২৩, বেইত লাহিয়া, গাজা উপত্যকা
ছবি: রয়টার্স
৩ / ৬
নিহত বাবার ছবি দেখাচ্ছেন ইরাকের মসুল শহরের বাসিন্দা ফাতিমা তালাল নাজম। তুরস্কের ভূমিকম্পে তাঁর বাবা মারা গেছেন। ৮ ফেব্রুয়ারি, ২০২৩ মসুল, ইরাক
ছবি: রয়টার্স
৪ / ৬
তুরস্কের নুরদাগি এলাকায় বিভিন্ন বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে জীবিত ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের কাছে অপেক্ষায় থাকা এক ব্যক্তি স্বজনদের ছবি দেখাচ্ছেন। ১১ ফেব্রুয়ারি, ২০২৩, নুরদাগি, তুরস্ক
ছবি: এএফপি
৫ / ৬
ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। স্বজনের ছবি হাতে অপেক্ষায় আছেন এ নারী। ১১ ফেব্রুয়ারি, ২০২৩, নুরদাগি, তুরস্ক
ছবি: এএফপি
৬ / ৬
ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে একটি আশ্রয়কেন্দ্রে আছেন এ সিরীয় নারী। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া একজন স্বজনের ছবি দেখছেন তিনি। ৮ ফেব্রুয়ারি, ২০২৩, আফরিন, সিরিয়া
ছবি: এএফপি