মৌলভীবাজারে আনন্দ–উচ্ছ্বাসে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ–৫ পাওয়া মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে। শীতের সকালে অভিভাবকদের সঙ্গে কৃতী শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজের অডিটরিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল শিক্ষার্থীদের পদচারণে। আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই আট শতাধিক নিবন্ধিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এরপর অডিটরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার শিল্পীরা। ছবি: আনিস মাহমুদ