কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল রোববার ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া সুলতানা। এ ঘটনার প্রতিবাদ ও সড়কে মানুষের নিরাপত্তার দাবিতে সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সহপাঠী ও শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর কাওলা মোড় অবরোধ করেন তাঁরা। এ সময় কাগজে নানা দাবি লিখে বিক্ষোভ করেন তাঁরা।