যানজটে নাকাল ঢাকাবাসী
মঙ্গলবারও যানজটে নাকাল নগরবাসী। টানা তিন দিনের ছুটির পর রমজান মাসের প্রথম কর্মদিবস ছিল সোমবার। এদিন থেকে যানজট তীব্র হতে শুরু করে। বিশেষ করে অফিস ছুটির পর যানজট তীব্র আকার ধারণ করে। কর্মজীবী ও সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। যানজট পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তিনটি কারণ তুলে ধরেছে। একটি রমজানে অফিস সময় কমে যাওয়ায় পুরো ১২ ঘণ্টার চাপ এখন আট ঘণ্টায় আসা, বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি, গুলশান–উত্তরার মতো যেসব সড়কে দ্রুতগতির যান বেশি চলাচল করে, সেখানে হঠাৎ যানজটের সৃষ্টি হলে অন্য এলাকাগুলোতেও এর প্রভাবের কথা বলা হয়।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭