সিলেট নীলনদের পাড়ে
সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় স্বচ্ছ নীল পানির নদী লালাখাল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। সিলেটে অনেক পর্যটন এলাকার মধ্যে লালাখাল আকর্ষণীয় একটি স্থান। পাহাড়জুড়ে সবুজ বন, নদী, চা-বাগান এবং নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালজুড়ে। পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রাও ভ্রমণপিপাসুদের নতুন করে বাঁচার প্রেরণা। সড়ক ও নৌপথ, দুইভাবেই যাওয়া যায় সেখানে। লালাখাল ভ্রমণের জন্য শীতের প্রথমভাগটাই উপযুক্ত সময়।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০