চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। বিভিন্ন পণ্যের প্যাভিলিয়ন ও স্টলে দর্শনার্থীরা ভিড় করে প্রতিদিনই। অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়। কেউ এসেছেন বন্ধুবান্ধব নিয়ে, কেউবা পরিবার–পরিজন নিয়ে। তাঁদের মধ্যে বেশির ভাগই মেলার প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন ও কেনাকাটা করছেন। এবারের বাণিজ্য মেলায় ৪০০টি স্টল রয়েছে।