রূপনগর খালের আত্মকাহিনি
দখলে বিপর্যস্ত রাজধানীর মিরপুরের রূপনগর খাল। দখল হতে হতে খালের প্রস্থ এখন কোথাও ১০ ফুট, কোথাও ২০, কোথাও ২৫। কাগজে-কলমে রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির শুরু মিরপুর চিড়িয়াখানা সড়কের কাছ থেকে। আর শেষ হয়েছে দ্বিগুণ নামের আরেকটি খালের সঙ্গে মিশে। খালের পূর্ব দিকে রূপনগর আবাসিক এলাকা, পশ্চিমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। খালটির মালিক গৃহায়ণ কর্তৃপক্ষ। একসময় এর দেখভালের দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। বর্তমানে দেখভালের কাজটি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সীমানা নির্ধারণ না করায় নানাভাবে খালটি দখল হয়েছে। ভরাট করে গড়ে উঠেছে স্থাপনা। কালের বিবর্তনে খাল হয়ে গেছে অট্টালিকা। ২০০৫ থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ১৭ বছর ধরে রূপনগর খাল ভরাটের ধারাবাহিক চিত্র উঠে এসেছে ক্যামেরায়।