ঝাঁজালো কাসুন্দি

কাঁচা আম, আমড়া, কামরাঙা, জলপাই, চালতার মতো টকজাতীয় ফলের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় কাসুন্দি। সারা বছর এর কদর থাকলেও গ্রীষ্মের মৌসুমি ফলের এ সময়ে এর চাহিদা আরও বেড়ে যায়। মুখরোচক এ খাবার তৈরিতে দক্ষতার পাশাপাশি পোহাতে হয় নানা ঝক্কি। ফরিদপুরে সম্প্রতি তোলা ঝাঁজালো কাসুন্দি নিয়ে এ ছবির গল্প—

১ / ৯
কাসুন্দির প্রধান উপকরণ শর্ষে ঝাড়ছেন এক নারী
২ / ৯
কাসুন্দি বানানোর আগে শর্ষে কড়া রোদে শুকানো হচ্ছে
৩ / ৯
রোদে শুকানো শর্ষে ঢেঁকিতে গুঁড়া করা হচ্ছে
৪ / ৯
ঘনত্ব ঠিক আছে কি না, তা যাচাই করা হচ্ছে
৫ / ৯
কাসুন্দিতে প্রয়োজনমতো মসলা ছিটিয়ে দেওয়া হচ্ছে
৬ / ৯
মসলা ছিটিয়ে দেওয়ার পর কাসুন্দি ঠান্ডা করতে রেখে দেওয়া হয়েছে
৭ / ৯
মসলা ছিটানো কাসুন্দি ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে
৮ / ৯
বিক্রির জন্য বোতলে ঢালা হচ্ছে কাসুন্দি
৯ / ৯
৯. বোতলে ভরার পর কাসুন্দি বিক্রি করতে বেরিয়েছেন একজন