সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। রমজানের চাঁদ দেখা থেকে শুরু করে রোজা রাখার প্রস্তুতি সেরে ফেলেছেন মুসল্লিরা। এদিকে, রোজা উপলক্ষে শুধু ক্রেতা নয়, ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। দেশে দেশে পবিত্র রমজানকে স্বাগত জানানো ও রোজার প্রস্তুতির দৃশ্য উঠে এল ছবিতে।
১ / ১০
রমজান মাসের চাঁদ দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র পরীক্ষা–নিরীক্ষা করছেন একজন নারী। পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণ, ওল্ড সিটি। ২১ মার্চছবি: এএফপি
২ / ১০
মিসরে রমজান মাসে এক বিশেষ ধরনের ফানুস ওড়ানো একটা ঐতিহ্য। এ মাস শুরুর আগে ফানুস কিনে দোকানেই নিজেদের ছবি তুলছেন একটি পরিবারের কয়েকজন সদস্য। সাঈদাহ জয়নাব, কায়রো। ১৯ মার্চছবি: রয়টার্স
৩ / ১০
দূরবীক্ষণ যন্ত্রে রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করছেন মালয়েশিয়ার ইসলামী কর্তৃপক্ষের কর্মকর্তারা। পুত্রজায়া, মালয়েশিয়া। ২২ মার্চছবি: রয়টার্স