গ্রামে শীতের সকাল

কুয়াশার ধূম্রজাল চিরে পুব আকাশে উঁকি দেয় সূর্য। সারা রাত ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো সকালের কোমল সূর্যরশ্মিতে মুক্তাদানার মতো ঝলমল করে ওঠে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়া আর পাখিদের কলরব আন্দোলিত করে গ্রামীণ জীবনযাত্রাকে। শীতের এই সকালে গ্রামগুলোতে ধান কাটার উৎসব, পিঠাপুলি তৈরি ও খেজুরের রস খাবার আনন্দে মাতে গ্রামবাসীরা। ছবিগুলো ১১ নভেম্বর তোলা
১ / ১০
০১. সকালের আলো ফুটতেই একঝাঁক রাজহাঁস নিয়ে কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চবিদ্যালয়ের মাঠে বেরিয়েছেন গৃহিণী জাকিয়া সুলতানা। কাহালু, বগুড়া
২ / ১০
কাকডাকা ভোরে ধানের হাটে বেচাকেনা জমে ওঠে। হাটে নতুন ধান উঠতে শুরু করেছে। পাইকারি দরে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ধান চাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। দুর্গাপুর হাট, কাহালু, বগুড়া
৩ / ১০
মাঠে কাজ শেষে গ্রামীণ আঁকাবাঁকা মেঠোপথে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন আবু রাসেল। আটাশি গ্রাম, কাহালু, বগুড়া
৪ / ১০
০৪. কুয়াশামাখা সকালে গ্রামীণ সড়ক। এরুইল, কাহালু, বগুড়া
৫ / ১০
বাড়ির উঠানে বসে চরকায় সুতা ভরছেন ইয়াদালী ও সাবেতন দম্পতি। প্রতাপপুর গ্রাম, কাহালু, বগুড়া
৬ / ১০
ভোরের আলোয় পথের পাশে গাছে প্লাস্টিকের বস্তা দিয়ে দোলনা বানিয়ে তাতে দোল খাচ্ছে মাহিন হাসান। কালিপাড়া গ্রাম, কাহালু, বগুড়া
৭ / ১০
রস সংগ্রহ করতে সাতসকালেই খেজুরের গাছ কাটছেন গাছি বাদশা মোল্লা। প্রতিবছরই প্রায় ৬০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন তিনি। ভেটিসোনাই গ্রাম, কাহালু, বগুড়া
৮ / ১০
ভ্যানে করে সাতসকালেই সার নিয়ে যাচ্ছেন ভ্যানচালকেরা। ভেটিসোনাই গ্রাম, কাহালু, বগুড়া
৯ / ১০
আমন ধান কাটার মৌসুম চলছে। কাঁচি হাতে মাঠে ধান কাটতে যাচ্ছেন একদল কৃষক। সকালের মিষ্টি আলোয় তাঁদের মুখে হাসি ফুটেছে। অঘোর মালঞ্চা গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া
১০ / ১০
গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। সেই পথ ধরে হেঁটে যাচ্ছেন এক নারী। মালঞ্চা গ্রাম, কাহালু উপজেলা