বগুড়ার চরে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এনআরবিসির সহায়তায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার দুর্গম শনপচা চরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বগুড়া বন্ধুসভার বন্ধুরা। মঙ্গলবার সকালে বগুড়া শহর থেকে যমুনার মথুরাপাড়া খেয়াঘাটে পৌঁছান বন্ধুসভার বন্ধুরা। প্রায় দেড় ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে শনপচা খেয়াঘাটে পৌঁছান তাঁরা। সেখানেই বিভিন্ন চরের অসহায় মানুষের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়।

১ / ১১
প্রায় দেড় ঘণ্টা নদীপথে গিয়ে শনপচা চরে বগুড়া বন্ধুসভার বন্ধুরা।
২ / ১১
লাঠিতে ভর দিয়ে খেয়াঘাটে কম্বল নিতে এসেছেন তিনি।
৩ / ১১
চরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল দিতে প্রস্তুত বগুড়া বন্ধুসভার বন্ধুরা।
৪ / ১১
অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দিচ্ছেন বন্ধুসভার সদস্যরা।
৫ / ১১
কম্বল হাতে যমুনার চরের মানুষেরা।
৬ / ১১
লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে এসেছেন তিনি।
৭ / ১১
কম্বল পাওয়ার পর হাসি ফুটে উঠেছে তাঁর মুখে।
৮ / ১১
কম্বল হাতে প্রবীণেরা।
৯ / ১১
খুশিতে আত্মহারা এক নারী।
১০ / ১১
আনন্দে বাড়ি ফিরছেন দুই নারী।
১১ / ১১
কম্বল বিতরণ শেষে ফিরছেন বগুড়া বন্ধুসভার বন্ধুরা।