নগরে কবুতরের হাট

সপ্তাহের প্রতি শুক্রবার সড়কেই বসে কবুতরের হাট। রাজধানীর মিরপুর-১-এর হজরত শাহ আলী মার্কেটের পেছনে বসে এ হাট। নানা রঙের দেশি-বিদেশি কবুতর নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শৌখিন ও পেশাদার কবুতর পালকেরা এসে জড়ো হন এখানে। আসেন ব্যবসায়ীরা। অনেকেই আবার বিক্রি করে পছন্দের কবুতর কিনেও নিয়ে যান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা।

১ / ১১
বিক্রির আশায় নানা ধরনের কবুতর নিয়ে বসেছেন এক বিক্রেতা।
২ / ১১
হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়।
৩ / ১১
নিজের সংগ্রহ থেকে বাড়তি কবুতর বিক্রির জন্য নিয়ে এসেছেন অনেকেই।
৪ / ১১
বিক্রির আশায় হাতে করে কবুতর নিয়ে ঘুরছেন তিনি।
৫ / ১১
কবুতর ও পাখির ব্যবহারের নানা সরঞ্জাম।
৬ / ১১
লাক্ষা জাতের কবুতর দেখছেন এক ক্রেতা।
৭ / ১১
পছন্দের কবুতর দেখছেন ক্রেতারা।
৮ / ১১
নানা রঙের পাখি নিয়ে বসেছেন এক বিক্রেতা।
৯ / ১১
সারিবদ্ধভাবে খাঁচায় রাখা নানা জাতের কবুতর।
১০ / ১১
দরদাম করা হচ্ছে দেশি কবুতরের।
১১ / ১১
কবুতরের পাশাপাশি ভ্যানে করে কুকুর নিয়ে এসেছেন এক ব্যক্তি।