শাহজাদপুর কাপড়ের হাট

বিশ্বব্যাপী বাংলাদেশের বস্ত্র বয়নে সুনাম রয়েছে। বস্ত্র বয়নে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘শাহজাদপুর কাপড়ের হাট’ বিখ্যাত। এই হাটে পাইকারি বিক্রি হয় তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি-পিসসহ নানা কাপড়। সপ্তাহে চার দিন—শনি, রবি, মঙ্গল ও বুধবার—হাট বসে।

১ / ১৫
হাতে বোনা শাড়ি বিক্রির জন্য বসে আছেন তাঁতিরা।
২ / ১৫
হাটজুড়েই শাড়ির ছড়াছড়ি। মাপ ও রং দেখে শাড়ি কিনছেন এক ব্যবসায়ী।
৩ / ১৫
রংবেরঙের শাড়ি।
৪ / ১৫
দেখেই চোখ জুড়াবে ক্রেতার।
৫ / ১৫
শাড়ির কুঁচি দেখিয়ে ক্রেতাকে আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা রুবেল হোসেন।
৬ / ১৫
পাইকারি ক্রেতার অপেক্ষায় লুঙ্গি বিক্রেতারা।
৭ / ১৫
আছে বাহারি লুঙ্গির থান।
৮ / ১৫
নতুন লুঙ্গির ভাঁজ খুলে বহর (৬ হাত) দেখে নিচ্ছেন এক ক্রেতা।
৯ / ১৫
হাটজুড়েই কাপড়ের গাঁটের ছড়াছড়ি।
১০ / ১৫
বাহারি রং ও নকশার জামার পসরা।
১১ / ১৫
হাটে সুখ্যাতি আছে স্থানীয় তাঁতিদের বোনা গামছার।
১২ / ১৫
বেচাবিক্রি শেষে দোকানে বসে হিসাব করছেন এক বিক্রেতা।
১৩ / ১৫
বেচাবিক্রি শেষে গোছগাছ চলছে।
১৪ / ১৫
হাটে কেনা কাপড়ের গাঁট নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
১৫ / ১৫
শাহজাদপুরের কাপড় বিভিন্ন স্থানে নেওয়ার জন্য গাঁট বাঁধা হয়েছে।