শাহজাদপুর কাপড়ের হাট
বিশ্বব্যাপী বাংলাদেশের বস্ত্র বয়নে সুনাম রয়েছে। বস্ত্র বয়নে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘শাহজাদপুর কাপড়ের হাট’ বিখ্যাত। এই হাটে পাইকারি বিক্রি হয় তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি-পিসসহ নানা কাপড়। সপ্তাহে চার দিন—শনি, রবি, মঙ্গল ও বুধবার—হাট বসে।