ধ্বংসস্তূপ থেকে জীবিত বের হলেন তাঁরা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজারের বেশি। এখনো অনেক মানুষ ভবনের নিচে আটকে আছে। উদ্ধারকর্মীরা কাজ করছেন দিনরাত। জীবিত অবস্থায় ধ্বংসস্তূপে আটকে পড়া অনেককে বের করে নিয়ে আসছেন তাঁরা। সেই সব বেঁচে যাওয়া মানুষের উদ্ধারের চিত্র তুলে ধরা হলো।

১ / ৮
নবজাতকটিকে নিয়ে যাচ্ছেন এক উদ্ধারকারী
ছবি: ভিডিও থেকে নেওয়া
২ / ৮
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর একটি পরিবার। বিসনিয়া, সিরিয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া (রয়টার্স)
৩ / ৮
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর এক ব্যক্তিকে বের করে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। বিসনিয়া, সিরিয়া।
ছবি: ভিডিও থেকে নেওয়া (রয়টার্স)
৪ / ৮
উদ্ধারকাজে ধ্বংসাবশেষ সরানোর সময় ধ্বংসস্তূপে আটকে পড়া এক ব্যক্তি। হাতায়ে, তুরস্ক
ছবি: এএফপি
৫ / ৮
একটি ধসে পড়া ভবনের স্থান থেকে উদ্ধারকারীরা এক নারীকে নিয়ে যাচ্ছেন। কাহরামানমারাস, তুরস্ক
ছবি: রয়টার্স
৬ / ৮
পাঁচ বছর বয়সী মহাম্মেত রুজগারকে কোলে নিয়ে যাচ্ছেন এক উদ্ধারকর্মী। হাতায়ে, তুরস্ক
ছবি: রয়টার্স
৭ / ৮
উদ্ধারের পর এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাতায়ে, তুরস্ক
ছবি: রয়টার্স
৮ / ৮
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর আহত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। হাতায়ে, তুরস্ক
ছবি: রয়টার্স