সুন্দরবনের সকাল-সন্ধ্যা
কুয়াশায় মোড়ানো শীতের সকাল। দিনের প্রথম আলো ছড়াতে শুরু করেছে পুবাকাশে। আর এমন দৃশ্যের শুরু যদি হয় সুন্দরবনের গহিনে, তবে তো কথাই নেই। শীতকালে ভ্রমণের জন্য সবার প্রথম পছন্দ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ সময় বনের অভ্যন্তরে নদী ও সমুদ্র থাকে শান্ত। তাই সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি—এ চার মাস। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশজুড়ে রয়েছে পৃথিবীর অপার বিস্ময়ের এই বন। প্রকৃতিপ্রেমী বা ‘ওয়াইল্ড লাইফ’ যাঁদের পছন্দ, তাঁদের জন্য সুন্দরবন একটি আদর্শ জায়গা। সবুজ বনে পাতা ঝরার শব্দ, পানির শব্দ, বাতাসে গাছের শব্দ ও ছোট-বড় খালগুলো পর্যটককে নিয়ে যায় এক নৈসর্গিক জগতে। গত শুক্রবার (১১ নভেম্বর) সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরবনের রূপ তুলে ধরা হলো ছবির গল্পে।