১ / ১১
মেঘ ও কুয়াশা ভেদ করে পুবাকাশে আলো ছড়াচ্ছে সূর্য
২ / ১১
সকালের আলো গায়ে মেখে চঞ্চল এক বানরের ছোটাছুটি
৩ / ১১
শ্বাসমূলের মধ্যে খাবার খেয়ে বেড়াচ্ছে ছোট্ট বানরটি।
৪ / ১১
বনের মধ্য দিয়ে যাওয়ার সময় পদচিহ্ন রেখে গেছে বাঘ
৫ / ১১
আলো ফুটতেই মাছ শিকারে গহিন বনে ছুটছেন জেলেরা
৬ / ১১
নৌকায় করে খালে খালে মাছ শিকারে ব্যস্ত জেলের দল।
৭ / ১১
খেপলা জাল ফেলে মাছ শিকার করছেন একদল জেলে।
৮ / ১১
নদীর মোহনা ও অভয়ারণ্যে মাছ শিকার নিষিদ্ধ হলেও অনেক জেলে তা মানেন না।
৯ / ১১
বনের মধ্যে সারি সারি গাছ যেন শৃঙ্খলা মেনে একইভাবে দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে দেখা মেলে জেলেদের নৌকা।
১০ / ১১
হরিণ শিকার করে ফেলে গেছে বাঘ। মৃত হরিণ আহারে ব্যস্ত দুটি বন্য শূকর ও গুইসাপ। উড়ে এসেছে কাক ও বক।
১১ / ১১
সুন্দরবনের কটকা এলাকায় পশ্চিমের কাশে লাল আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। এখানে এসে জমতে শুরু করেছে পর্যটন নৌযানগুলো।