রাখের উপবাসে ভক্তরা

কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’। আবার অনেকে ‘গোঁসাইর উপবাস’ ও ‘ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন। কথিত আছে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো পুণ্যার্থী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনা শেষ হলে তা জলে ভাসিয়ে উপবাস ভাঙেন তাঁরা। উৎসবের অন্যতম বড় আয়োজন হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। সেখান থেকে ১৫ নভেম্বর ছবিগুলো তোলা

১ / ৯
লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে ভক্তদের একাগ্রচিত্তে প্রার্থনা
ছবি: আশরাফুল আলম
২ / ৯
ঘির প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন ভক্তরা
ছবি: আশরাফুল আলম
৩ / ৯
আশ্রমে প্রার্থনারত এক নারী
ছবি: আশরাফুল আলম
৪ / ৯
ধূপতি হাতে প্রার্থনা
ছবি: জুয়েল শীল
৫ / ৯
মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেছেন ভক্তরা
ছবি: জুয়েল শীল
৬ / ৯
প্রার্থনার ফাঁকে প্রিয় মুহূর্তটি মুঠোফোনে বন্দী করে রাখছেন এক নারী
ছবি: দিনার মাহমুদ
৭ / ৯
প্রদীপ প্রজ্বালনের পুরোটা সময় লোকনাথের পাঁচালি পাঠ করেন ভক্তরা
ছবি: দিনার মাহমুদ
৮ / ৯
আট বছরের শিশু পূজা দাস উপবাস শেষে প্রসাদ খাচ্ছে
ছবি: দিনার মাহমুদ
৯ / ৯
প্রার্থনা শুরুর আগে প্রদীপ ও আগরবাতি হাতে এক নারীর প্রস্তুতি
ছবি: আশরাফুল আলম