আবাবিল পাখির বিশ্রাম

দিনভর ছোটাছুটি করে আবাবিল পাখি। তারা দলবদ্ধ হয়ে উড়ে উড়ে পতঙ্গ শিকার করে। আবাবিল পাখি সাধারণত ‘চিক্-চিক্…লি উইট’ সুরে ডাকে। খাবার শিকারের সময় তারা উড়তেই থাকে। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় একটু আয়েশ করেই বসতে চায়। ধানখেতের আশপাশে বাঁশের কঞ্চিতে, আবার দেখা যায় বৈদ্যুতিক তারে। ছবির গল্পে আবাবিল পাখির বিশ্রামের কিছু মুহূর্ত। গতকাল বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৯
বোরো ধানের চারা গাছের ওপর দিয়ে অবিরাম ছুটে শিকার ধরার চেষ্টা।
২ / ৯
অনবরত উড়ে বেড়ানো শেষে পাখিটি উঁচু ডালটিতে বসতে যায়। এ সময় আরেকটি পাখি তেড়ে এলে দেয় চিৎকার।
৩ / ৯
ধানখেতে পুঁতে রাখা ডালে একে একে সবাই জায়গা করে নেয়। বাকি থাকে দুটি।
৪ / ৯
শান্ত জলাধারের পাশে কিছুটা বিশ্রামে এক দল আবাবিল।
৫ / ৯
মাছরাঙার আগমন দেখে বিশ্রাম ভেঙে উড়াল।
৬ / ৯
এবার মাছরাঙা সাহেব বসেছেন ডালে। তাকে সমীহ করে আশপাশে চলে যায় আবাবিলের দল।
৭ / ৯
মাছরাঙা কিছুক্ষণ বসে চলে গেলে আবার সেই ডালে বিশ্রাম নিতে আসছে এক দল আবাবিল।
৮ / ৯
একে একে সবাই এলে আবার জমে আড্ডা।
৯ / ৯
আরেক দল আবাবিল বৈদ্যুতিক তারে বিশ্রামের জায়গা করে নিয়েছে।