এই মৃত্যুর দায় কার

রোববার সকাল সাড়ে সাতটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুতে ওঠার আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জন চিকিৎসাধীন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন। তাঁরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

১ / ৮
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটির উদ্ধারকাজ চলছে
ছবি: সিরাজুল সিকদার
২ / ৮
প্রিয়জনের লাশ নিয়ে যাচ্ছেন স্বজনেরা। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
ছবি: আলীমুজ্জামান
৩ / ৮
নিহত ব্যক্তিদের লাশ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
ছবি: অজয় কুন্ডু
৪ / ৮
স্বামী মোস্তাকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী জোনাকি বেগম। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
ছবি: অজয় কুন্ডু
৫ / ৮
দুমড়েমুচড়ে যাওয়া বাসটির ভেতরের অংশ। কুতুবপুর, শিবচর, মাদারীপুর
ছবি: প্রথম আলো
৬ / ৮
মুঠোফোনে স্বামী অনাদি চন্দ্র মজুমদারের মৃত্যুর খবর স্বজনদের জানাচ্ছেন তাঁর স্ত্রী অনিতা দত্ত। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
ছবি: অজয় কুন্ডু
৭ / ৮
বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সাথী আক্তার। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
ছবি: অজয় কুন্ডু
৮ / ৮
উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ। কুতুবপুর, শিবচর, মাদারীপুর
ছবি: অজয় কুন্ডু