উপকূলের ভাঙা ঘরে চলছে জীবন

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে উপকূলে বসবাসরত মানুষের ওপর। আইলা, সিডর আর আম্পানের আঘাত সামলে উঠছে উপকূলের মানুষ। কিন্তু শঙ্কা পিছু ছাড়েনি। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী এলাকায় কাশীর হাটখোলা ও হাজতখালীর বাঁধে এখনো ভাঙা ঘরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। আজকের ছবির গল্প তাদের নিয়ে। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১০
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী এলাকায় কাশীর হাটখোলা ও হাজতখালীর বাঁধে নড়বড়ে ঘরে এভাবেই বাস করে মানুষ
২ / ১০
আম্পানের আঘাতে এমন খাল তৈরি হয়েছে। সেখানে মাছ ধরছেন একজন
৩ / ১০
আম্পানে ঘর হারিয়ে এখন বাঁধে নড়বড়ে ঘর বানিয়ে থাকেন আলো মণ্ডল
৪ / ১০
আম্পানের ঝড়ের সময় এই বাঁধে আশ্রয় নিয়েছিলেন এই নারী। এখনো ফেরা হয়নি নিজের ভিটায়
৫ / ১০
বাঁধের ওপর পাতা সংসারের জিনিস পড়ে রয়েছে এখনো
৬ / ১০
বকুল পারভিন ও মহিবুল্লাহ গাজী তিন সন্তান নিয়ে বাঁধের ওপরই সংসার পেতেছেন। আম্পানে সব হারিয়েছেন তাঁরা
৭ / ১০
আম্পানের আঘাতে ঘর ভেঙে যায় দীপালি সরকারের। ঘরটি আর মেরামত করা হয়নি
৮ / ১০
আম্পানের কারণে হেলে পড়েছে শিবমন্দিরটি
৯ / ১০
ভাঙা ঘরে চলছে জীবন
১০ / ১০
থেমে নেই শৈশবের দুরন্তপনা। গোধূলিবেলায় চলছে উপকূলের শিশুদের খেলা