এক ঝলক (৩ সেপ্টেম্বর, ২০২০)

১ / ৭
বৃষ্টির মধ্যে জবুথবু হয়ে বসে আছে দুই প্যাঁচা। জেলা পরিষদ এলাকা, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ৭
থাইল্যান্ডের রাজা মহা ভার্জিলংকর্ন রাজকীয় সঙ্গী হিসেবে জেনারেল সিনিনাত ওংভাজিরাপাকদিকে পুনর্বহাল করেছেন। যোগদানের পর রাজা ভার্জিলংকর্নের সঙ্গে সিনিনাত। গতকাল রাজধানী ব্যাংককে রাজপ্রাসাদ গ্র্যান্ড প্যালেসে
ছবি: রয়টার্স
৩ / ৭
মেঘলা আকাশের নিচে কাশফুলের শুভ্র হাসি। বসিলা, ঢাকা, ২ সেপ্টেম্বর।
ছবি: সাইফুল ইসলাম
৪ / ৭
কিশোরগঞ্জের তাসলিমা বেগমের জ্বর নেই, তবে শ্বাসকষ্টসহ নানা জটিলতা রয়েছে। তাসলিমাকে নিয়ে তারঁ স্বামী আলাল মিয়া তিনদিন রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘোরেন। অবশেষে গত মঙ্গলবার রাতে তাসলিমার ঠাঁই হয়েছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে। ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ৭
ফেলে রাখা বাঁশে জন্মেছে রঙিন ছত্রাক। মুজগুন্নী এলাকা, খুলনা, ৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৭
ধানখেতে সার ছিটাচ্ছেন কৃষক। কার্তিক-অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে উঠবে এই ধান
ছবি: হাসান মাহমুদ
৭ / ৭
ধুন্দলের লতায় বসে আছে মশা। খুলনা নগরে মশার উৎপাত বেড়েছে। বাস্তুহারা, খুলনা, ৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন