ডুবছে হাওর, কাঁদছেন কৃষক

ছায়ার হাওর। হাওরের মায়ায় যেন জীবন বাঁধা হাজারো কৃষকের। সুনামগঞ্জের একটি বৃহৎ ফসলি হাওর এটি। তিনটি জেলার চারটি উপজেলার কৃষকের জমি আছে এতে। হাওরটি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এবারের উজানের ঢলে ছায়ার হাওরও ছিল চরম ঝুঁকিতে। টানা ২২ দিন লড়াই করেছে মানুষ ফসল রক্ষায়। হাওর পরিস্থিতির যখন উন্নতি হচ্ছিল, তখনই রোববার সকালে হাওরের মাউতি এলাকার বাঁধ ভেঙে যায়। হু হু করে দাড়াইন নদের পানি ঢুকছে হাওরে। তলিয়ে যাচ্ছেন কৃষকেরা সোনার ধান। এ অবস্থায় যা পারেন সেই ধান তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। ছায়ার হাওরে এখন কান পাতলেই শোনা যায় ফসলহারা কৃষকের হাহাকার, কান্না।

১ / ১০
বাঁধ ভেঙে তীব্র বেগে ঢলের পানি ঢুকছে ছায়ার হাওরে
২ / ১০
পানি বাড়ছে, হাওরে রাখা কাটা ধান সরানোর চেষ্টা
৩ / ১০
হাওর থেকে কেটে আনা ধান তুলছেন কৃষক পরিবারের লোকজন
৪ / ১০
তলিয়ে যাওয়া জমি থেকে মা-ছেলের ধান তোলার চেষ্টা
৫ / ১০
হাওর তলিয়ে গেছে, আধাপাকা ধান টেনে তুলছেন কৃষকেরা
৬ / ১০
শেষ সম্বল হারাতে চান না কৃষক। তাই কাঁচা ধানই কেটে আনছেন হাওর থেকে
৭ / ১০
ফসলের শঙ্কায় এক কৃষক
৮ / ১০
ডুবে যাওয়া হাওরে ধান তোলার চেষ্টা
৯ / ১০
হাওরপাড়ে ভেজা ধান শুকাচ্ছেন নারীরা
১০ / ১০
হাওরে বসে কাঁদছেন ফসলহারা কিষানি আভা রানী দাস