নতুন বইয়ে মুখে হাসি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আজ ১ জানুয়ারি শুক্রবার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা করোনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বিদ্যালয়ে এসে বই নিয়েছেন। প্রাথমিকে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা আর মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিয়েছেন।

১ / ১২
করোনা পরিস্থিতির কারণে নির্দেশনা অনুযায়ী শিশুদের স্কুলে না এনে অভিভাবকেরা নতুন বই নিচ্ছেন। আজ দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ আখড়ায় ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: দিনার মাহমুদ
২ / ১২
নতুন বছরে নতুন বই পেয়ে খুশি পাহাড়ের শিক্ষার্থীরা। স্কুলের সামনে শিক্ষকদের হাত থেকে নতুন বই নিচ্ছে খুদে শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: নীরব চৌধুরী
৩ / ১২
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে পাতা উল্টিয়ে দেখছে শিক্ষার্থীরা। আজ সকালে রংপুর নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
ফরিদপুর সদরের চরমাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: প্রবীর কান্তি বালা
৫ / ১২
নতুন বই বুকে জড়িয়ে বাড়ি ফিরছে দুর্গম এলাকার শিক্ষার্থীরা। আজ সকালে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকায়
ছবি: নীরব চৌধুরী
৬ / ১২
প্রতিবছর ১ জানুয়ারি অনুষ্ঠিত হয় বই উৎসব। এ বছর মহামারির কারণে উৎসবে ভাটা পড়লেও বই বিতরণ বন্ধ নেই। ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া হচ্ছে। আজ সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চানপুর দক্ষিণপাড়ায়
ছবি: এম সাদেক
৭ / ১২
করোনার পর দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে এমনিতেই দারুণ খুশি শিক্ষার্থীরা। তার ওপর নতুন বই এই আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তাই নতুন বই হাতে পেয়ে শহীদ মিনারের পাদদেশে বসে পাতা উল্টেপাল্টে দেখছে তারা। আজ সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: আনোয়ার হোসেন
৮ / ১২
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেয় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুল। আজ বেলা সাড়ে ১১টায় নগরের সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: জুয়েল শীল
৯ / ১২
অভিভাবকদের সঙ্গে নতুন বই নিয়ে বাড়ির পথে শিক্ষার্থীরা। আজ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায়
ছবি: সাজেদুল আলম
১০ / ১২
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অল্পসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বরিশাল নগরের সিস্টারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো
১১ / ১২
রাজশাহীতে নতুন বছরের প্রথম দিনেই স্কুলে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের মতো বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষেই বই বিতরণ কার্যক্রম করা হয়। আজ সকালে রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১২
নতুন বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: প্রবীর কান্তি বালা