পাটশ্রমিক কলোনিতে পড়ে থাকা স্মৃতিচিহ্ন

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পর কলোনি থেকে চলে যেতে হয়েছে শ্রমিকদের। খুলনার ক্রিসেট জুট মিলের শ্রমিক কলোনি একসময় ছিল কোলাহলে ভরা। এখন ঘরগুলো শূন্য পড়ে রয়েছে। কলোনিজুড়ে এখনো পাটকলশ্রমিক আর তাঁদের পরিবারের স্মৃতিচিহ্ন। ২ ও ৪ মার্চ ছবিগুলো তোলা।

১ / ১২
কলোনি ছেড়ে যাওয়ার সময় হয়তো কেউ লিখে গেছে ‘বিদায়
২ / ১২
ঘরের এই দরজা দিয়ে একসময় চলত নিয়মিত আসা-যাওয়া
৩ / ১২
বারান্দার এই দোলনায় হয়তো শিশুকে ঘুম পাড়াতেন মা
৪ / ১২
দেয়ালে রয়ে গেছে শিশুর আঁকা ছবি
৫ / ১২
শূন্য পড়ে আছে পাটকলশ্রমিক কলোনি
৬ / ১২
এখানে ছোট ছোট বেড়া দিয়ে পাটকলশ্রমিকেরা বসবাস করতেন
৭ / ১২
কলোনির মাদ্রাসায় শ্রমিকদের শিশুরা পড়ত। অল্প কয়েকজন বহিরাগত শিশু এখানে পড়তে আসে
৮ / ১২
কাজ শেষে এখানে লাইন দিয়ে গোসল করতেন শ্রমিকেরা
৯ / ১২
কোনো শ্রমিক রেখে গেছেন তাঁর টুপি
১০ / ১২
এখনো পড়ে রয়েছে চুলা। টুকিটাকি জিনিস
১১ / ১২
মিটার রিডিং তালিকা দেখে বিদ্যুতের বিল দিতেন শ্রমিকেরা
১২ / ১২
কেউ হয়তো লিখে গেছেন ঈদ মোবারক, স্বাগতম