পুড়ে যাওয়া বস্তির ঘরে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুনে পুড়ে গেছে অনেকের ঘর আর দোকান। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো পোড়া বস্তিতেই খুঁজে ফিরছেন কিছু রয়ে গেছে কি না। রাত পোহাতেই পোড়া জিনিসপত্র হাতড়াতে দেখা যায় অনেককে। সে ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হাসান।

১ / ৮
পুড়ে শেষ হয়ে গেছে অনেকের স্বপ্নের ঘর। পুড়ে কালো হয়ে যাওয়া ইট আর দুমড়েমুচড়ে যাওয়ার টিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন বস্তিবাসী
২ / ৮
পুড়ে যাওয়া বস্তিতে কিছু রক্ষা পেয়েছে কি না, তার খোঁজ করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা
৩ / ৮
পুড়ে যাওয়া ঘরের সব জিনিসপত্র, ভাঙা টিন, আসবাব একস্থানে স্তূপ করে রাখা হয়েছে। তার পাশেই পোড়া বস্তিবাসী এখনো খুঁজে ফিরছেন কিছু রয়ে গেছে কি না
৪ / ৮
গতকাল সোমবার রাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু। এখানেই ছিল তাঁদের ঘর। পোড়া ছাই সরিয়ে কিছু পাওয়া যায় কি না, তারই চেষ্টা করছেন তাঁরা
৫ / ৮
স্বপ্নের ঘরটুকুও পুড়ে শেষ। এখন কী করবেন, তার কোনো কূলকিনারা নেই তাঁদের
৬ / ৮
বস্তির শিশুদেরও সবকিছু পুড়ে গেছে। তারাও এখন পোড়া বস্তিতে কিছু পাওয়া যায় কি না, তা খুঁজে ফিরছে।
৭ / ৮
গতকালও এখানে ছিল তাঁদের ঘর। এখানে শুধু এখন ছাই। অসহায় মুখগুলো তারই দিকে তাকিয়ে
৮ / ৮
বস্তির আগুনে ঘর পুড়ে যাওয়ার পর এখন কোথায় যাবেন বুঝতে পারছেন না বস্তিবাসী