বলীখেলা ঘিরে চট্টগ্রামে বৈশাখী মেলা

চট্টগ্রাম নগরে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা উপলক্ষে গত রোববার থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। নগরের লালদীঘির মাঠ ও আশপাশের এলাকা ভরে উঠেছে রকমারি সব পণ্যে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে মেলায় ভিড় করেছেন। কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদেরও। ক্রেতা-বিক্রেতা মিলিয়ে জমজমাট এবারের মেলা। ১৯০৯ সালে বকশীর হাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর যুবসমাজকে ব্রিটিশবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে বলীখেলার সূচনা করেছিলেন। এর পর থেকে প্রতিবছর ১২ বৈশাখ বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তিন দিনের মেলা হলেও এর বেশি সময় ধরে পণ্যের পসরা সাজিয়ে চলে বিকিকিনি।
১ / ১৪
মাটির তৈরি বিভিন্ন সামগ্রী দেখছেন ক্রেতারা।
২ / ১৪
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বাঁশ ও পাতা দিয়ে তৈরি নানা পণ্য
৩ / ১৪
বিক্রির আগে ফুলদানিতে তুলির রঙিন ছোঁয়া।
৪ / ১৪
মেলায় পাওয়া যায় মাটির তৈরি থালাবাসন ও তৈজসপত্র।
৫ / ১৪
মাটির তৈরি পুতুল দেখছেন এক ক্রেতা
৬ / ১৪
সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরি পুতুল ও বাসন
৭ / ১৪
রাঙিয়ে তোলা হচ্ছে মাটির ব্যাংক
৮ / ১৪
রং-বেরঙের ফুলের মালা দেখছেন একজন নারী
৯ / ১৪
নজর কাড়ছে ঘর সাজানোর জন্য মাটির তৈরি নানা পণ্য
১০ / ১৪
বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা
১১ / ১৪
রান্নার কাজে ব্যবহৃত নানা পণ্য কিনছেন ক্রেতারা
১২ / ১৪
গরম বাড়ছে, তাই হাতপাখা কিনতে ভিড় করেন অনেকে
১৩ / ১৪
শিশু-কিশোরদের জন্য রং-বেরঙের ঢোল ছাড়া মেলা যেন অপূর্ণ
১৪ / ১৪
মেলায় ভিড় চোখে পড়ার মতো