বার্সেলোনায় ভাঁজ করা স্মার্টফোনের চমক

স্পেনের বার্সেলোনায় চলমান বিশ্বপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (এমডব্লিউসি)’–এ এবার যেন ভাঁজ করা স্মার্টফোনের চমক। স্যামসাং, হুয়াওয়ে, শাওমি আজ ১ মার্চ দেখিয়েছে তাদের নতুন প্রযুক্তির ভাজ করা যায় (ফোল্ডেবল) এমন তিনটি স্মার্টফোন। নতুন প্রযুক্তির চমক যেমন আছে এবারের মোবাইল কংগ্রেসে, তেমনি আছে ইউক্রেনের পক্ষে সমর্থনও। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আয়োজন চলবে ৩ মার্চ পর্যন্ত। আজ এমডব্লিউসিতে দেখানো নতুন কয়েকটি প্রযুক্তিপণ্য দেখা যাক এখানে।

১ / ৫
এমডব্লিউসির দর্শক, ক্রেতা ও প্রদর্শকদের মধ্যেও ইউক্রেনের প্রতি সমর্থন চোখে পড়েছে। ইউক্রেনের পতাকার রঙে তৈরি ব্যাজ পরে এসেছেন এক দর্শক। আজ বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে
এএফপি
২ / ৫
বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে চীনের হুয়াওয়ের তৈরি মেট বুক ১৪এস নামের ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ কম্পিউটার দেখছেন এক দর্শক
এএফপি
৩ / ৫
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাজ করা নতুন ফোন গ্যালাক্সি জেড ফোল্ড-৩ দেখছেন দর্শকেরা। আজ বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে
এএফপি
৪ / ৫
পকেটে সহজেই এঁটে যাবে হুয়াওয়ের ভাজ করা পি–৫০ স্মার্টফোন। আজ বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে
এএফপি
৫ / ৫
চীনের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমিও পিছিয়ে নেই ভাজ করা যায়, এমন স্মার্টফোনে। বার্সেলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে আজ তারা দেখিয়েছে শাওমি ফোল্ড স্মার্টফোন
এএফপি