শরতে ‘সাদা পাথর’

পাথর ছুঁয়ে ধেয়ে নামছে পাহাড়ের স্বচ্ছ জল। নদের বিশাল এলাকাজুড়ে দুদিকে সাদা পাথর, মাঝে নীল স্বচ্ছ জল। পাহাড়ের ওপরে মেঘের নাচন। শরতের এই সময়ে সাদা পাথরের বাড়তি সৌন্দর্য যোগ করেছে সাদা কাশফুল। সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ জিরো পয়েন্টেই ‘সাদা পাথর’ এলাকাটির অবস্থান। করোনায় কয়েক দফা বন্ধ ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবারও সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন দেশের বিভিন্ন স্থানের পর্যটকেরা। তবে স্বাস্থ্যবিধি মানা পর্যটকের সংখ্যা কম।

১ / ১০
ধলাই নদে চলছে চলছে পর্যটকবাহী নৌকা। কূলজুড়ে কাশফুলের মেলা।
২ / ১০
পানি কম থাকায় কিছু সময় হাঁটতে হয় পর্যটকদের।
৩ / ১০
সেখানে নৌকায় ঘোরাঘুরির পাশাপাশি ঘোড়ার পিঠেও চড়ে বেড়ানো যায়।
৪ / ১০
পানির স্রোত কিছুটা কম, টিউবে বসে স্রোতে ভাসছেন তাঁরা।
৫ / ১০
নদের ধারে কাশবন।
৬ / ১০
একে–অপরকে ভিজিয়ে দিচ্ছেন।
৭ / ১০
স্বচ্ছ জলে নিচের পাথরে বসে ছবি তুলে নিচ্ছেন একদল পর্যটক।
৮ / ১০
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে পর্যটনকেন্দ্রগুলো যেন জেগে উঠছে।
৯ / ১০
কাশফুলে মোড়ানো সাদা পাথর এলাকা।
১০ / ১০
পর্যটকনির্ভর এক বিক্রেতা বসে আছেন তাঁর পণ্য নিয়ে।