শাপলা ফুল
রং, রূপ ও স্নিগ্ধতা নিয়ে হাজির হয় ঋতুরানি শরৎ। ভাদ্র-আশ্বিন মিলে শরৎ। শরৎ মানেই নদীর তীরে কাশফুল, গাছে গাছে শিউলি, বেলি, জুঁই, শেফালি আর বিলে-ঝিলে শাপলা ফুলের সমারোহ। আমাদের জাতীয় ফুল শাপলা। আবার এ শাপলা বেশ জনপ্রিয় তরকারি হিসেবেও। দেশের বিভিন্ন অঞ্চলে যেমন শাপলার হাট বসে, তেমনি বাড়ি বাড়ি ফেরি করেও বিক্রি হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় আছে একাধিক বিল। জলাশয়গুলো বর্ষায় পরিপূর্ণ থাকে শাপলা ফুলে। বছরের চার থেকে পাঁচ মাস কৃষিজমি পানির নিচে থাকায় এ এলাকার অনেক কৃষক বর্ষাকালে শাপলা সংগ্রহ করে জীবন ধারণ করেন। সিরাজদিখানের দানিয়াপাড়া গ্রামের শাপলা সংগ্রহকারী দিলদার হোসেন জানান, একমুঠো শাপলা সাত থেকে আট টাকায় কেনেন পাইকারেরা। এ থেকে দিনে আয় হয় চার–পাঁচ শ টাকা।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮