হাওরে কাস্তে হাতে শিশুরা

ভারী বৃষ্টি আর উজানে পাহাড়ি ঢলে বোরো ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরপারের কৃষক পরিবারগুলো। তবে গত দুই দিনে নদ-নদীর পানি কিছুটা কমেছে। বৃষ্টি হয়নি। উজান থেকে পাহাড়ি ঢলও নামেনি। এর মধ্যে রোদ আশা জাগাচ্ছে কৃষকের মনে। হাওরের পানি কমায় ভেসে উঠছে তলিয়ে যাওয়া ফসল। ফসলের ক্ষতি হলেও এ সুযোগে হাওর থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। প্রতিটা হাওরে চলছে ধান কাটা। তবে যেকোনো সময় আবারও ঢল নামতে পারে এখনো সেই আশঙ্কা কৃষক পরিবারের। লক্ষ্য, দ্রুত ধান তুলতে হবে ঘরে। তাই বড়দের সঙ্গে কাস্তে হাতে সমানতালে শিশুরাও ধান কাটছে হাওরে। ছবিগুলো গতকাল শুক্রবার বিকেলে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের উফতার হাওরের নয়াবিল থেকে তোলা।

১ / ১৪
পানি কমেছে হাওরে। ধান কেটে নৌকায় রাখছে শিশু ফাহিম
২ / ১৪
দ্রুত ধান ঘরে তুলতে হবে, পরিবারের ছোট-বড় সবাই মিলে চলছে ধান কাটা
৩ / ১৪
ধান কাটা ও নৌকায় তোলার কাজ চলছে সমানতালে
৪ / ১৪
ধান কাটার ফাঁকে দুই শিশুর আলাপ
৫ / ১৪
রাহিম-ফাহিম দুই ভাই। নিজেদের বোরো ধান নৌকায় তুলছে তারা
৬ / ১৪
ধানে কেটে সেগুলো নৌকায় রাখছে রাহিম ও ফাহিম
৭ / ১৪
পানিতে নেমে ধান কাটছে দুই শিশু
৮ / ১৪
দাঁত দিয়ে কাস্তে চেপে রেখে বড়দের মতো ধানের আঁটি বাঁধছে শিশু রাহিম
৯ / ১৪
আবার বৃষ্টি ও উজানে ঢলের শঙ্কায় ধান কাটছেন এক কৃষক
১০ / ১৪
ধান কাটা শেষে নৌকায় করে নেওয়া হচ্ছে বাড়িতে
১১ / ১৪
পানি কমায় ভেসে উঠেছে তলিয়ে যাওয়া বোরো ফসল
১২ / ১৪
পানিতে তলিয়ে যাওয়ায় ধানের সবুজ রং ফ্যাকাশে হয়েছে।
১৩ / ১৪
ধান কাটার পর মাড়াই করার জন্য স্তূপ করে রাখা হচ্ছে
১৪ / ১৪
তিন দিন আগেও হাওরজুড়ে ছিল পানি। সেই পানি কমে যাওয়ায় ভেসে উঠেছে বোরো ফসল
ANIS