ঢাকা-১৩: দুপুর ১২টা পর্যন্ত নারীর চেয়ে পুরুষ ভোটারের বেশি ভোট পড়েছে

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোট দিতে আসছেন ভোটাররাছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ঢাকা-১৩ আসনের চারটি কেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারদের ভোট বেশি পড়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চার ভোটকেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নারী ও পুরুষ ভোটারদের দুটি করে মোট চারটি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে শিক্ষা ভবন ১-এ ৮৬ নম্বর কেন্দ্র নারী ভোটারের, ৮৮ নম্বর কেন্দ্র পুরুষ ভোটারের। আর শিক্ষা ভবন-২-এর ৮৫ নম্বর কেন্দ্র নারীদের, ৮৭ নম্বর কেন্দ্র পুরুষের।

ভোটকেন্দ্রের দায়িত্বে ঢাকা প্রিসাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত পুরুষ ভোটারের ৮৭ নম্বর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার আছেন ২ হাজার ৭৫০ জন। ভোট দিয়েছেন ৩৮৭ ভোটার।

পুরুষ ভোটারদের ৮৮ নম্বর কেন্দ্রে একই সময়ের মধ্যে ভোট পড়েছে ১১ দশমিক ৮৩ শতাংশ। এ কেন্দ্রের ভোটার ৩ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ৪৪৯টি ভোট পড়েছে।

এর বিপরীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নারীদের দুটি ভোটকেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৮৫ নম্বর কেন্দ্রে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং ৮৬ নম্বর কেন্দ্রে ১০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে প্রথম কেন্দ্রে ৩ হাজার ১২৪ জন ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং দ্বিতীয় কেন্দ্রে ৩ হাজার ৬৮০ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোট দিয়েছেন।

আরও পড়ুনঃ

কালকিনিতে ব্যালট পেপারে নৌকায় সিল, কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের

কেন্দ্রের দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘরের কাজ শেষ করে নারীদের বাইরে বের হতে হয়। ভোটের দিন অনেকেই হয়তো ছুটির মেজাজে একটু দেরি করে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ সারছেন। তাই দিনের প্রথম ভাগে নারী ভোটাররা কেন্দ্রে কম আসতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের উপস্থিতি বাড়তে পারে বলে তাঁরা আশা করছেন।