ঢাকা-১১ আসন: অনেক ভোটকেন্দ্রে নেই লাঙ্গলের এজেন্ট

রাজধানীর বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। সেখানে ভোটারের উপস্থিতি ছিল খুব কম। এটি ঢাকা-১১ আসনের মধ্যে পড়েছেছবি: নুরুল আমিন

ঢাকা-১১ আসনের অনেক ভোটকেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট বা প্রতিনিধি খুঁজে পাওয়া যায়নি। আজ রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, আনন্দনগর আদর্শ উচ্চবিদ্যালয়সহ ৯টি ভোটকেন্দ্র ঘুরে অধিকাংশ ভোটকেন্দ্রে লাঙ্গলের প্রতিনিধি খুঁজে পাওয়া যায়নি।

ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। আর এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিন।

এসব ভোটকেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন বাড়ছে। ভোটারদের বাসা থেকে ভোটকেন্দ্রে আনতে প্রার্থীরা রিকশাসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছেন। ভোটারতালিকায় নাম না থাকায় কেউ কেউ ভোট না দিয়েই ফেরেন।

সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ছয়টি ভোটকেন্দ্র ঘুরে সবগুলোতেই নৌকার এজেন্টদের পাওয়া গেছে। লাঙ্গলের এজেন্ট পাওয়া গেছে একটি কেন্দ্রে। নোঙ্গর প্রতীক প্রার্থীর তিন এজেন্ট পাওয়া গেছে।

৯৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার জান্নাতুল বাকী প্রথম আলোকে বলেন, নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের প্রার্থীদের কোনো এজেন্ট আসেননি।

একই বক্তব্য দিয়েছেন ৯৪ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুর রহমান।
প্রথম দুই ঘণ্টা ভোট গ্রহণের চিত্র

আরও পড়ুন

ভোট গ্রহণের শুরুতেই চট্টগ্রামের চান্দগাঁওয়ে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

দেশের মানুষ আজ সুন্দরভাবে ভোট দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-৭: আজিমপুর গার্লস স্কুলে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৭০টি

বাড্ডার আনন্দনগর আদর্শ উচ্চবিদ্যালয় ৮৬ নম্বর পুরুষ কেন্দ্রের ভোটারের সংখ্যা ২ হাজার ৮৩৬।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডি এম গিয়াস মালিক প্রথম আলোকে বলেন, প্রথম দুই ঘণ্টায় ১৩১ জন ভোট দিয়েছেন।

৮৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিপ্লব বোস প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৩৪ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ১৭৩ জন, যা মোট ভোটারের ৫ শতাংশ।